ভাষাংশ | রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাসংগ্রহের সূচি


বনফুল

গ্রন্থ পরিচিতি
 


সূচি
প্রথম সর্গ | দ্বিতীয় স্বর্গ | তৃতীয় স্বর্গ  | চতুর্থ সর্গ  | পঞ্চম সর্গ  | ষষ্ঠ সর্গ | সপ্তম সর্গ | অষ্টম সর্গ


 

বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী অচলিত সংগ্রহ প্রথম খণ্ডের (মাঘ ১৩৯২) গ্রন্থ পরিচয় অংশে লিখিত এই গ্রন্থ সম্পর্কিত পাঠ।

গ্রন্থপরিচয়
বনফুল

    'বন-ফুল'  রবীন্দ্রনাথ-লিখিত সর্বপ্রথম সম্পূর্ণ কাব্যগ্রন্থ। ইহা ১২৮৬ সালে [৯ মার্চ্ ১৮৮০] প্রকাশিত হয়। পৃষ্ঠাসংখ্যা ৯৩। ইহা পুনর্‌মূদ্রিত হয় নাই।
    এই কাব্যের রচনাকাল অন্ততঃ আরো চার বৎসর পূর্বে। কারণ 'জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব'-নামক মাসিক পত্রে (সম্পাদক শ্রীকৃষ্ণ দাস) ১২৮২ সালের অগ্রহায়ণ হইতে ১২৮৩ সালের আশ্বিন-কার্তিক পর্যন্ত ইহা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। প্রসঙ্গতঃ এখানে বলিয়া রাখা উচিত যে, অগ্রহায়ণ সংখ্যা পত্রিকা ১৪ই ফাল্গুন প্রকাশিত হইয়াছিল। মধ্যে কয়েক সংখ্যা পত্রিকায় (পৌষ, ফাল্গুন ১২৮২; বৈশাখ, আষাঢ় ১২৮৩) 'বনফুল' বাহির হয় নাই।