ডাকঘর
রবীন্দ্রনাথ
ঠাকুর
ডাকঘর ১৩১৮
সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
অচলায়তন
গ্রন্থাকারে ডাকঘরের পরে প্রকাশিত হয়;
কিন্তু ডাকঘর রচনার পূর্বে অচলয়াতন লিখিত ও সাময়িক পত্রে প্রকাশিত হইয়াছিল, এই জন্য
রচনাবলীতে উহা ডাকঘরের পূর্বে মূদ্রিত হইয়াছে।
ডাকঘর রচনার স্থান-কাল সম্পর্কে আভাস পাওয়া যায় মণিলাল গঙ্গোপাধ্যায়কে লেখা
রবীন্দ্রনাথের পত্রে (দ্র. শারদীয়া দেশ, ১৩৭৩, ৩, ৪, ৫)। তন্মধ্যে ডাকঘরের স্পষ্ট
উল্লেখ চতুর্থ পত্রে; এই পোস্ট্কার্ড সম্ভবত ১ আশ্বিন ১৩১৮ তারিখে শান্তিনিকেতন
হইতে লেখা হয়। রবীন্দ্রনাথের 'রাসমণির ছেলে' ভারতী পত্রে ১৩১৮ আশ্বিনে প্রচারিত,
এটি রচনার পূর্বেই 'ডাকঘর' রচিত, ইহাও অনুমান করার কার আছে।
রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড। বিশ্বভারতী। আশ্বিন ১৩৯৩ : ১৯০৮ শক।