এটি একটি রবীন্দ্রনাথের সঙ্গীত-সংকলন। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩২১ বঙ্গাব্দে। গ্রন্থটিতে মোট ১১১টি গান স্থান পেয়েছে। বর্তমানে বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী-র একাদশ খণ্ডে স্থান পেয়েছে। গ্রন্থটিতে গৃহীত গানগুলির তালিকা তুলে ধরা হলো। |
সূচি
অসীম ধন তো আছে তোমার
[গীতিমাল্য ৩৩]
[পূজা-৭৯]
আমার হিয়ার
মাঝে লুকিয়ে ছিলে।[গীতিমাল্য
৯২]
[পূজা-৫০]
[তথ্য]
এত আলো
জ্বালিয়েছ এই গগনে।
[গীতিমাল্য ৬৬]
[পূজা-৪২]
কেন
তোমরা আমায় ডাকো
[গীতিমাল্য
৯৪] [পূজা-১৮]
তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে
[গীতিমাল্য ৮৯]
[পূজা-৬]
তোমায়
আমায় মিলন হবে ব'লে
[গীতিমাল্য
৫২] [পূজা-৩৪]
দাঁড়িয়ে
আছ তুমি আমার গানের ও পারে
[গীতিমাল্য
৭০]
[পূজা-১৯]
বল তো
এইবারের মতো।
[গীতিমাল্য ৮৫]
[পূজা-৪৪]
রাজপুরীতে
বাজায় বাঁশি বেলাশেষের তান
[গীতিমাল্য ৬১]
[পূজা-২০]
রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে। [গীতিমাল্য ১] [পূজা-৬৩]
[তথ্য]