ভাষাংশ
গল্পগুচ্ছ
রবীন্দ্রনাথ ঠাকুর



[ভারতী পত্রিকার আশ্বিন ১২৮৪- ভাদ্র ১২৮৫ সংখ্যায় প্রকাশিত হয়েছিল ]

ভূমিকা
প্রথম পরিচ্ছেদ | দ্বিতীয় পরিচ্ছেদ | তৃতীয় পরিচ্ছেদ চতুর্থ পরিচ্ছেদ | পঞ্চম পরিচ্ছেদ | ষষ্ঠ পরিচ্ছেদ | সপ্তম পরিচ্ছেদ | অষ্টম পরিচ্ছেদ |  নবম পরিচ্ছেদ |  দশম পরিচ্ছেদ | একাদশ পরিচ্ছেদ | দ্বাদশ পরিচ্ছেদ | ত্রয়োদশ পরিচ্ছেদ | চতুর্দশ পরিচ্ছেদ | পঞ্চদশ পরিচ্ছেদ | ষোড়শ পরিচ্ছেদ | সপ্তদশ পরিচ্ছেদ | অষ্টাদশ পরিচ্ছেদ | ঊনবিংশ পরিচ্ছেদ | বিংশ পরিচ্ছেদ | একবিংশ পরিচ্ছেদ | দ্বাবিংশ পরিচ্ছদ | ত্রয়োবিংশ পরিচ্ছেদ | চতুর্বিংশ পরিচ্ছেদ | পঞ্চবিংশ পরিচ্ছেদ | ষড়বিংশ পরিচ্ছেদ | সপ্তবিংশ পরিচ্ছেদ |

গল্পগুচ্ছ চতুর্থ খণ্ড ভিন্ন অন্য কোনো গ্রন্থে সংকলিত হয় নাই।
"কেবল বৈষ্ণব পদাবলী নহে, তখন বাংলা সাহিত্যে যে-কোনো বই বাহির হইত আমার লুব্ধ হস্ত এড়াইতে পারিত না। এই-সব বই পড়িয়া জ্ঞানের দিক হইতে আমার যে অকাল পরিণতি হইয়াছিল বাংলা গ্রাম্য ভাষায় তাহাকে বলে-জ্যাঠামি
প্রথম বৎসরের ভারতীতে প্রকাশিত আমার বাংলা রচনা 'করুণা' নামক গল্প তাহার নমুনা।"

শরৎকুমারী চৌধুরাণী 'ভারতীর ভিটা' প্রবন্ধে লিখিতেছেন, ছোটোগল্প প্রথম যেটি প্রকাশিত হয় (ভিখারিণী) তাহা রবিবাবুর, তাঁহার একটি গল্প (করুণা) ধারাবাহিকরূপে বাহির হইতে থাকে।"

রবীন্দ্রনাথের ষোড়শ-সপ্তদশ বৎসর বয়সে রচিত বা মুদ্রিত এই লেখাটি সম্পর্কে দ্রষ্টব্য কতকগুলি বিস্তারিত আলোচনা
রবীন্দ্রনাথের একখানি উপেক্ষিত উপন্যাস : শ্রীস্মরণকুমার আচার্য।
                                                            দেশ, ১৯ শ্রাবণ ১৩৬৯
করুণা : শ্রীকানাই সামন্ত। রবীন্দ্রপ্রসঙ্গ, কার্তিক ১৩৬৯।
রবীন্দ্র-উপন্যাসের প্রথম পর্যায় (১৩৭৬/অংশবিশেষ) : শ্রীজ্যোতির্ময় ঘোষ
ভারতীতে 'করুণা' প্রকাশিত হইবার সাত বৎসর পর রবীন্দ্রনাথ চন্দ্রনাথ বসুর নিকট সম্ভবত করুণা সম্বন্ধে তাঁহার মতামত জানিতে চাহিয়াছিলেন। চন্দ্রনাথ বসু করুণা সম্বন্ধে বিস্তৃত সমালোচনা লেখেন [দ্রষ্টব্য বিশ্বাভারতী পত্রিকা, দ্বিতীয় বর্ষ, চতুর্থ সংখ্যা]।

রবীন্দ্রনাথ তাঁহার 'প্রাগৈতিহাসিক' রচনাগুলি সম্বন্ধে যথেষ্ঠ বিতৃষ্ণা ও ঔদাসীন্য পোষণ করিতেন।

"এক সময়ে বালক ছিলুম, তখনকার রচনার স্বাভাবিক অপরিণতি দোষের নয়, কিন্তু সাহিত্যসভায় তাকে প্রকাশ্যতা দিলে তাকে লজ্জা দেওয়া হয়। তার লজ্জার কারণ আর কিছু নয়, তার মধ্যে যে একটা বয়স্কের অভিমান দেখা দেয় সেটা হাস্যকর; কেননা সেটা কৃত্রিম। স্বাভাবিক হবার শক্তি পরিণত বয়সের, সে বয়সে ভুলচুক থাকতে পারে নানারকমের, কিন্তু অক্ষম অনুকরণের দ্বারা নিজেকে পরের মুখোশে হাস্যকর করে তোলা তার ধর্ম অন্তত আমি তাই অনুভব করি।"

রবীন্দ্র-রচনাবলী, অচলিত সংগ্রহ ১। 'ভূমিকা'; অপিচ দ্র. কবির ভণিতা

"ভারতীর পত্রে পত্রে আমার বাল্যলীলার অনেক লজ্জা ছাপার কালীর কালিমায় অঙ্কিত হইয়া আছে। কেবল কাঁচা লেখার লজ্জা নহে উদ্ধত অবিনয়, অদ্ভুত আতিশয্য ও সাড়ম্বর কৃত্রিমতার জন্য লজ্জা।"

রবীন্দ্রনাথ। 'ভারতী' জীবনস্মৃতি