ফাল্গুনী

 

রবীন্দ্রনাথের রচিত নাটক স্বরবিতান সপ্তম খণ্ডও এই নামে পরিচিত ১৯১৬ খ্রিষ্টাব্দে (১৩২২ বঙ্গাব্দ) এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায় গীতিভূমিকার গান ও সর্বশেষের উৎসবের গানগুলি একত্রে বসন্তের পালা এই নাটকের প্রবেশরূপে প্রকাশিত হয়েছিল এবং একই পত্রিকার একই সংখ্যায় নাটক অংশটুকু প্রকাশিত হয়েছিল। [সবুজপত্র]

বর্তমানে গ্রন্থটি বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত 'রবীন্দ্ররচনাবলীর দ্বাদশ খণ্ডে স্থান পেয়েছে ১৩৩৩ বঙ্গাব্দে এই গ্রন্থটি ঋতু-উৎসব  নাট্য-সংকলনে গৃহীত হয়েছিল। গ্রন্থটিতে মোট ৩০টি গান ছে গানগুলির তালিকা নিচে দেওয়া  হলো

 

 


ফাল্গুনী নাটকের সূচী