ভাষাংশ
রবীন্দ্রনাথ
ঠাকুর
-এর
রচনাবলী
রচনাবলী সূচি
তৃতীয় অঙ্ক
পঞ্চম দৃশ্য
ত্রিচূড়
ক্রীড়া-কানন
ইলার সখীগণ
প্রথম সখী।
আলো কোথায় কোথায় দেবে ভাই?
দ্বিতীয় সখী।
আলোর জন্যে ভাবি নে। আলো তো কেবল এক রাত্রি জ্বলবে। কিন্তু বাঁশি এখনো এল না কেন?
বাঁশি না বাজলে আমোদ নেই ভাই।
তৃতীয় সখী।
বাঁশি কাশ্মীর থেকে আনতে গেছে, এতক্ষণ এল বোধ হয়। কখন বাজবে ভাই?
প্রথম সখী।
বাজবে লো বাজবে। তোর অদৃষ্টেও একদিন বাজবে।
তৃতীয় সখী।
পোড়াকপাল আর কি! আমি সেইজন্যেই ভেবে মরছি।
প্রথম সখীর গান
বাজিবে, সখী, বাঁশি বাজিবে