৭০ বৎসর অতিক্রান্ত বয়স
২৫ বৈশাখ ১৩৩৮ বঙ্গাব্দ থেকে ২৪ বৈশাখ ১৩৩৯ বঙ্গাব্দ পর্যন্ত (৭ মে ১৯৩১- ৬ মে ১৯৩২ খ্রিষ্টাব্দ)
তোমাদের দান যশের ডালার [বিচিত্র ৭১] [তথ্য]
রচনা -
২০ শ্রাবণ ১৩৩৮।
( ৫ আগস্ট ১৯৩১ ) । [ কলিকাতা ]
সকলকলুষতামসহর,
জয় হোক তব জয় [পূজা-৩৭৭]
[তথ্য]
১৩৩৮
বঙ্গাব্দের পৌষ মাসের ১২,
১৩ ও ১৪ তারিখে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কলিকাতার
জোড়াসাঁকোতে নটীর পূজা
অভিনয় কালে গানটি গীত হয়েছিল। এবং উক্ত উৎসবকালে মুদ্রিত
পুস্তিকায় গানটি গৃহীত হয়েছিল। এই বিচারে ধারণা করা যায়, এই গানটি হয়তো
এই নাটিকার জন্য রচিত হয়েছিল।
রচনা -
১২ - ১৪ পৌষ ১৩৩৮।
কত ডেকে ডেকে
জাগাইছ মোরে [পরিশিষ্ট-৪ -এর ৫] [তথ্য]
রচনা -
মাঘ ১৩৩৮।
কী ধ্বনি বাজে
[প্রেম ও প্রকৃতি ৭৯] [তথ্য]
[অদিতি
মহসিন]
রচনা - ১৩৩৮
।
সূত্র:
গীতবিতান কালানুক্রমিক সূচী। প্রভাতকুমার মুখোপাধ্যায়। টেগোর রিসার্চ ইনস্টিটিউট,
কলকাতা। পৃষ্ঠা: ২৫২ - ২৫৩