বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: 
      দুজনে 
যেথায় মিলিছে সেথায়  
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ:
		
			
				দুজনে যেথায় মিলিছে সেথায়    তুমি থাকো, প্রভু, তুমি থাকো
      ।
দুজনে যাহারা চলেছে তাদের     তুমি রাখো, প্রভু, সাথে রাখো॥
যেথা 
      দুজনের মিলিছে দৃষ্টি     সেথা হোক তব সুধার বৃষ্টি—
দোঁহে 
      যারা ডাকে দোঁহারে তাদের     তুমি ডাকো, প্রভু, তুমি ডাকো॥
দুজনে 
      মিলিয়া গৃহের প্রদীপে     জ্বালাইছে যে আলোক
তাহাতে, 
      হে দেব, হে বিশ্বদেব,      তোমারি আরতি হোক॥
মধুর 
      মিলনে মিলি দুটি হিয়া       প্রেমের বৃন্তে উঠে বিকশিয়া,
সকল অশুভ 
      হইতে তাহারে        তুমি ঢাকো, প্রভু, তুমি ঢাকো॥
			
		
	
	- 
	
	পাণ্ডুলিপির 
	পাঠ: 
	পাওয়া যায়নি।
	 
- 
তথ্যানুসন্ধান
	- 
	ক. রচনাকাল ও স্থান: 
 প্রশান্তকুমার পাল তাঁর 
রবিজীবনী (পঞ্চম খণ্ড, নভেম্বর ২০০৭) লিখেছেন যে, পাণ্ডুলিপি মজুমদার-পুঁথিতে ১০ মাঘ 
১৩০৯ তারিখে জোড়াসাঁকোতে রচিত 'আমাদের এই পল্লীখানি পাহাড় দিয়ে ঘেরা' কবিতাটির 
অব্যবহিত পরের দুটি পৃষ্ঠায় রয়েছে দুটি গান। গান দুটি হলো—
'দুজনে যেথায় মিলিছে 
সেথায়' ও  
      'যে 
তরণীখানি ভাসালে দুজনে আজি'। পাণ্ডুলিপির পরের পৃষ্ঠায় রয়েছে একটি কবিরাজী ঔষধের 
উপকরণ। এর পরের পৃষ্ঠায় রয়েছে 'হে জনসমুদ্র আমি ভাবিতেছি মনে' কবিতাটি। প্রসঙ্গত 
উল্লেখ্য, রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র সুরেন্দ্রনাথের বিবাহের ব্যাপারে অনেকদিন 
ধরে কথাবর্তা চলছিল। তাঁর বিবাহ হয় ২১শে আষাঢ়। পাণ্ডুলিপিতে এই গান দুটির অবস্থান 
এবং সুরেন্দ্রনাথের বিবাহের সূত্র ধরে অনুমান করা হয়, এই দুটি গান ২২শে জ্যৈষ্ঠের 
পূর্বে রচিত। শান্তিদেব ঘোষ 'শারদীয়া দেশ' পত্রিকার (১৩৭৮ বঙ্গাব্দ), গান দুটির 
রচনাকাল সম্পর্কে লিখেছেন যে, সুরেন ঠাকুরের আষাঢ় মাসের বিবাহের পূর্বে, সম্ভবত 
জ্যৈষ্ঠ মাসে মাসে এই গানটি রচিত হয়েছিল। 
 এই বিচারে রবীন্দ্রনাথ গানটি 
রবীন্দ্রনাথের ৪২ 
বৎসর বয়সে রচিত বলে ধারণা করা হয়।
- 
	খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	 
	
	
- 
		
		গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি পাওয়া যায় নি।
		
		 
		-  
		সুর ও তাল: (
		- রাগ: সিন্ধু- ভৈরবী। 
		স্বরলিপি নেই।  
		[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] 
		পৃষ্ঠা: ৫৯।
- 
		 রাগ: 
	 সিন্ধু- ভৈরবী। 
		তাল:
		একতাল 
		স্বরলিপি নেই  [রাগরাগিণীর এলাকায় 
	রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, 
	জুলাই ২০০১।] পৃষ্ঠা: ১০৩।