বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
মান অভিমান ভাসিয়ে দিয়ে এগিয়ে নিয়ে আয়
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
মান অভিমান ভাসিয়ে দিয়ে এগিয়ে নিয়ে আয়-
তারে এগিয়ে নিয়ে আয়॥
চোখের জলে মিশিয়ে হাসি ঢেলে দে তার পায়-
ওরে, ঢেলে দে তার পায়॥
আসছে পথে ছায়া পড়ে, আকাশ এল আঁধার করে,
শুষ্ক কুসুম পড়ছে ঝরে,
সময় বহে যায়-
ওরে সময় বহে য়ায়॥
-
পাণ্ডুলিপির পাঠ: [পাণ্ডুলিপি:
MS. NO 111:
পৃষ্ঠা: ৮৭]
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান:
-
ক. রচনাকাল ও স্থান: প্রায়শ্চিত্ত
নামক নাটকটি প্রথম প্রকাশিত হয় ১৩১৬ বঙ্গাব্দের ৩১শে বৈশাখ-এ। এই গ্রন্থের সকল গানই
১৩১৫ বঙ্গাব্দের শেষের দিকে রচিত একথা অনুমান করা যায়। এই বিচারে এই গানটি
রবীন্দ্রনাথের ৪৭ বৎসর বয়সের রচনা হিসেবে অনুমান করা যায়।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত।
পৃষ্ঠা: ১৩৮-১৩৯। [১৩৮,
১৩৯]
- গান
(১৯০৯ খ্রিষ্টাব্দ)
- গীতবিতান-এর
প্রেম (প্রেম
বৈচিত্র্য-৯৩) পর্যায়ের
১২০ সংখ্যক গান।
-
স্বরবিতান
নবম (৯, প্রায়শ্চিত্ত) খণ্ডের (মাঘ ১৪১২) পঞ্চম গান। পৃষ্ঠা: ১২-১৩
- পত্রিকা:
-
সঙ্গীত-প্রকাশিকা পত্রিকা (জ্যৈষ্ঠ ১৩১৬)। সুরেন্দ্রনাথ
বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
:
সুরেন্দ্রনাথ
বন্দ্যোপাধ্যায়।
-
সুর ও তাল:
- পিলু-বারোয়াঁ-খেমটা। [স্বরবিতান
নবম (৯, প্রায়শ্চিত্ত) খণ্ডের (মাঘ ১৪১২)
]
- রাগ : পিলু
বাঁরোয়া [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৩]
- রাগ: পিলু
বাঁরোয়। তাল: খেমটা
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর
২০০৬। পৃষ্ঠা: ৭৩]
-
রাগ: পিলু
বাঁরোয়। তাল: খেমটা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১২৭।]
-
গ্রহস্বর: সা
লয়: মধ্য।