মান অভিমান ভাসিয়ে দিয়ে এগিয়ে নিয়ে আয়-
তারে এগিয়ে নিয়ে আয় ॥
চোখের জলে মিশিয়ে হাসি ঢেলে দে তার পায়-
ওরে, ঢেলে দে তার পায়॥
আসছে পথে ছায়া পড়ে, আকাশ এল আঁধার করে,
শুষ্ক কুসুম পড়ছে ঝরে, সময় বহে যায়-
ওরে সময় বহে যায় ॥
রাগ: পিলু বাঁরোয়। তাল: খেমটা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১২৭।]
গ্রহস্বর: সা
লয়: মধ্য।