বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা: 
শিরোনাম: 
আমার এই  রিক্ত ডালি দিব তোমারি পায়ে
পাঠ ও পাঠভেদ: 
আমার এই রিক্ত ডালি দিব তোমারি পায়ে।
দিব কাঙালিনীর আঁচল তোমার পথে পথে বিছায়ে॥
যে পুষ্পে গাঁথ পুষ্পধনু তারি ফুলে ফুলে, হে অতনু,
আমার পূজানিবেদনের দৈন্য দিয়ো ঘুচায়ে॥
তোমার রণজয়ের অভিযানে তুমি আমায় নিয়ো,
ফুলবাণের টিকা আমার ডালে এঁকে দিয়ো দিয়ো।
আমার শূন্যতা দাও যদি সুধায় ভরি দিব তোমার জয়ধ্বনি ঘোষণ করি—
ফাল্গুনের আহ্বান জাগাও আমার কায়ে দক্ষিণবায়ে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
		ক. রচনাকাল ও স্থান: 
		
		রবীন্দ্রনাথ ১২৯৯ বঙ্গাব্দে 'চিত্রাঙ্গদা' নামে একটি 
		কাব্যনাট্য রচনা করেন। এই গ্রন্থটি ১২৯৯ বঙ্গাব্দের ২৮শে ভাদ প্রথম 
		প্রকাশিত হয়। ১৩০১ এবং ১৩০৩ বঙ্গাব্দে কাব্যগ্রন্থাবলীতে সংস্কারকৃত পাঠ 
		মুদ্রিত হয়। ১৩৪২ খ্রিষ্টাব্দে এই কাব্যনাট্যকে রবীন্দ্রনাথ নৃত্যনাট্যে 
		পরিবর্তন করেন। এই সময় তিনি এই নৃত্যনাট্যের জন্য যে গানগুলো রচনা 
		করেছিলেন, এই গানটির সেগুলোর মধ্যে একটি।  
		
 
প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর 'গীতবিতান কালানুক্রমিক সূচী' গ্রন্থে (ডিসেম্বর ২০০৩ খ্রিষ্টাব্দ, পৃষ্ঠা: ২৬৪) নৃত্য চিত্রাঙ্গদা রচনার সময় হিসেবে উল্লেখ করেছেন-
আমাদের অনুমান গানগুলি মাঘ মাসের মাঝামাঝি হইতে রচনা শুরু হয় এবং ৮ই ফাল্গুন শেষ হয়।
এই বিচারে ধারণা করা 
যায়, গানটি রবীন্দ্রনাথের ৭৪ বৎসর বয়সের রচনা।
 
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ নবম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
গীতবিতান
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। চিত্রাঙ্গদা ও প্রেম (প্রেম বৈচিত্র্য-৩০০) পর্যায়ের ৩৩০ সংখ্যক গান।
				
				চিত্রাঙ্গদা, নৃত্যনাট্য (১৩৪২ 
বঙ্গাব্দ)। দ্বিতীয় দৃশ্য। চিত্রাঙ্গদার গান (মদন-কে চিত্রাঙ্গদার পূজা-নিবেদন)। 
রবীন্দ্ররচনাবলী পঞ্চবিংশ খণ্ড (বিশ্বভারতী, মাঘ ১৩৯৫ বঙ্গাব্দ)।
                            
[চিত্রাঙ্গদা 
(মহাভারত)]
                            
[চিত্রাঙ্গদা (রবীন্দ্রনৃত্যনাট্য)]
স্বরবিতান সপ্তদশ (১৭, চিত্রাঙ্গদা) খণ্ডের (চৈত্র ১৪১৪) গান। বাণী অংশ: ২০-২১ পৃষ্ঠা। স্বরলিপি অংশ: ৬৯-৭২।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার (বৈশাখ ১৩৪৩ বঙ্গাব্দ)।
সুর ও তাল:
				
				
				স্বরবিতান সপ্তদশ
				
				 (১৭, চিত্রাঙ্গদা) খণ্ডে (চৈত্র ১৪১৪) গৃহীত 
				স্বরলিপিতে 
রাগ-তালের উল্লেখ নেই।
				উক্ত স্বরলিপিটি ৩।৩ 
মাত্রা ছন্দে 
				
				দাদরা' তালে 
নিবদ্ধ। দ্রুত লয়ে 
গাওয়ার জন্য এই গানে ব্যবহৃত তালটি 'দ্রুত দাদরা' হিসাবে উল্লেখ করা হয়।  
				
                [স্বরলিপি] 
				
                
[দাদরা 
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
 
রাগ: মিশ্র গারা। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান । সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা: ৭৭]
রাগ: খাম্বাজ। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৫।]
গ্রহস্বর: ধপা