বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:ঝরঝর বরিষে বারিধারা।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রকৃতি (বর্ষা-৩) পর্যায়ের ২৮ সংখ্যক গান।
ঝরঝর বরিষে
বারিধারা।
হায় পথবাসী, হায়
গতিহীন, হায় গৃহহারা॥
ফিরে বায়ু
হাহাস্বরে, ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে-
রজনী আঁধারা॥
অধীরা যমুনা
তরঙ্গ-আকুলা অকূলা রে, তিমিরদুকূলা রে।
নিবিড় নীরদ
গগনে গরগর গরজে সঘনে,
চঞ্চলচপলা
চমকে- নাহি শশীতারা॥
-
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
Ms.290 -তে
গানটি পাওয়া যায়।
-
পাঠভেদ:
-
ভাবসন্ধান:
-
তথ্যানুসন্ধান
- ক.
রচনাকাল ও স্থান: ভাদ্র
মাসের শেষ দিকে রবীন্দ্রনাথ উত্তরবঙ্গ সফর করেন। আশ্বিন মাসের ১-৪ তারিখের
ভিতরে রবীন্দ্রনাথ শিলাইদহে আসেন। এরপর
আশ্বিন মাসের পুরো সময়টুকু তিনি শিলাইদহে
কাটান। এই সময় তিনি গানটি শিলাইদহে রচনা করেন।
এই সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৩৪
বৎসর ৫-৬ মাস।
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড [মজুমদার লাইব্রেরী ১৩০৩] মিশ্র
মল্লার
পৃষ্ঠা: ৬৪।
[নমুনা]
-
দশম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত।
পৃষ্ঠা: ১৪২-১৪৩। [১৪২,
১৪৩]
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান।
মিশ্র-মল্লার।
পৃষ্ঠা: ৪২৯][নমুনা]
-
কেতকী,
স্বরবিতান
একাদশ খণ্ড
(শ্রাবণ ১৩২৬ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
- গান
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ) 'গান' অংশ
থেকে গৃহীত হয়েছে । পৃষ্ঠা: ১০১]
[নমুনা]
- গীতবিতান
দ্বিতীয় খণ্ড। (দ্বিতীয় সংস্করণ, বিশ্বভারতী ১৩৪৮)
- অখণ্ড
সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী,
পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)।
প্রকৃতি (বর্ষা-৩) পর্যায়ের
২৮ সংখ্যক গান।
-
শতগান
৩ সংখ্যক গান, মল্লার-ঢিমে তেতালা। সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১
খ্রিষ্টাব্দ]
সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
পৃষ্ঠা: ১৪-১৬।
-
স্বরবিতান
একাদশ
(১১,
কেতকী)
খণ্ডের
(আশ্বিন ১৪১৬ বঙ্গাব্দ)
১৫
সংখ্যক গান। পৃষ্ঠা:
৫১-৫৩
।
[নমুনা]
[সুরান্তর]
-
স্বরলিপি-গীতিমালা ১৩০৪
বঙ্গাব্দ। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
-
গ.
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
-
সুর ও তাল:
-
স্বরবিতান
একাদশ
(১১, কেতকী)
খণ্ডে (আশ্বিন ১৪১৬ বঙ্গাব্দ) গৃহীত মূল
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে
কাহারবা
তালে নিবদ্ধ।
-
মল্লার-ঢিমে
তেতালা। [শতগান
৩ সংখ্যক গান, মল্লার-ঢিমে তেতালা। সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১
খ্রিষ্টাব্দ]]
-
রাগ: মেঘ।
তাল:
কাহারবা।
[রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)।
পৃষ্ঠা: ৫৩]।
- রাগ: মিঞামল্লার। তাল:
কাহারবা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত।
প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।
পৃষ্ঠা: ৯৩]
-
বিষয়াঙ্গ: প্রকৃতি (বর্ষা)
- গ্রহস্বর:
জ্ঞা
- লয়: মধ্য।