অশ্রুভরা বেদনা
দিকে দিকে জাগে। আজি শ্যামল মেঘের মাঝে বাজে কার কামনা॥ চলিছে ছুটিয়া অশান্ত বায়, ক্রন্দন কার তার গানে ধ্বনিছে- করে কে সে বিরহী বিফল সাধনা॥
পাণ্ডুলিপির পাঠ:
MS. NO 464।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির
সুনির্দিষ্ট রচনাকালের সন্ধান পাওয়া যায় নাই। ধারণা করা হয়, 'শেষ বর্ষণ'
নাটকটি রচনার সময় এই গানটি রচিত হয়েছিল। এই নাটকটি মঞ্চস্থ হয় ১৩৩২
বঙ্গাব্দের ভাদ্র মাসে। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৪ বৎসর ৩-৪ মাস।
[৬৪
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ : মিশ্র কাফি। তাল : ত্রিতাল [স্বরবিতান দ্বিতীয় (২)
খণ্ডের (মাঘ ১৪১২)]। উল্লেখ্য, স্বরবিতান দ্বিতীয় খণ্ডের 'আশ্বিন ১৩৪৩'
সংস্করণে গানটি ৪।৪ ছন্দে রচিত ছিল। রাগ বা তালের উল্লেখ ছিল না।