বিষয়:রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:অশ্রুভরা বেদনা দিকে দিকে জাগে।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রকৃতি (উপ-বিভাগ : বর্ষা -৫৮)পর্যায়ের ৮৩ সংখ্যক গান।
অশ্রুভরা বেদনা
দিকে দিকে জাগে।
আজি শ্যামল মেঘের মাঝে বাজে কার কামনা॥
চলিছে ছুটিয়া অশান্ত বায়,
ক্রন্দন কার তার গানে ধ্বনিছে-
করে কে সে বিরহী বিফল সাধনা॥
-
পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান:
-
ক. রচনাকাল ও স্থান: গানটির
সুনির্দিষ্ট রচনাকালের সন্ধান পাওয়া যায় নাই। ধারণা করা হয়, 'শেষ বর্ষণ'
নাটকটি রচনার সময় এই গানটি রচিত হয়েছিল। এই নাটকটি মঞ্চস্থ হয় ১৩৩২
বঙ্গাব্দের ভাদ্র মাসে। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৪ বৎসর ৩-৪ মাস।
[৬৪
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
ঋতু-উৎসব
[বিশ্বভারতী। ১৩৩৩ বঙ্গাব্দ। শেষ বর্ষণ। নটরাজের গান। পৃষ্ঠা
১২-১৩]
[নমুনা
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতান
- তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৯)
- দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রকৃতি (উপ-বিভাগ : বর্ষা -৫৮)পর্যায়ের ৮৩ সংখ্যক গান।
- শেষবর্ষণ (১৩৩৩ বঙ্গাব্দ)। নটরাজের গান রবীন্দ্ররচনাবলী অষ্টাদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা : ১৩২।
-
স্বরবিতান দ্বিতীয় খণ্ডের
(মাঘ ১৪১২) ৫০ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৫৯-৬০
[নমুনা]
- পত্রিকা:
শান্তিনিকেতন পত্রিকা (কার্তিক ১৩৩২ বঙ্গাব্দ)
গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- ভাঙাগান:এটি একট খেয়াল-ভাঙা গান।
মূল গান : তনমনধন ভূয় পরবারে ।
[সূত্র : রবীন্দ্রসঙ্গীতের ত্রিবেণী সঙ্গম।
ইন্দিরাদেবী চৌধুরানী]
- স্বরলিপি: [নমুনা]
- স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর।
[
দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
সুর ও তাল:
- রাগ : মিশ্র কাফি। তাল : ত্রিতাল [স্বরবিতান দ্বিতীয় (২)
খণ্ডের (মাঘ ১৪১২)]।
উল্লেখ্য, স্বরবিতান দ্বিতীয় খণ্ডের 'আশ্বিন ১৩৪৩'
সংস্করণে গানটি ৪।৪ ছন্দে রচিত ছিল। রাগ বা তালের উল্লেখ ছিল না।
- রাগ: আশাবরী-খাম্বাজ। তাল: ত্রিতাল।
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৪]
- রাগ: কাফি তাল:
কাহারবা, ঢালা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৪৭]
- গ্রহস্বর: গা।
- লয়: মধ্য।