আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার॥
আকাশ কাঁদে হতাশসম, নাই যে ঘুম নয়নে মম-
দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার ॥
বাহিরে কিছু দেখিতে নাই পাই,
তোমার পথ কোথায় ভাবি তাই।
সুদূর কোন্ নদীর পারে গহন কোন্ বনের ধারে
গভীর কোন্ অন্ধকারে হতেছ তুমি পার॥
গ. . সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর। [স্বরবিতান ১১ খণ্ডটি প্রথম প্রকাশিত হয় ১৩২৬ বঙ্গাব্দের শ্রাবণ মাসে। এই সংস্করণে দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি গৃহীত হয়েছিল।]
সুরেন্দ্রনাথ বন্দ্যোপধ্যায় [গীতলিপি ৩য় ভাগে (১৯১০-১৯১৮ খ্রিষ্টাব্দ)]
ভীমরাও শাস্ত্রী [ সংগীত গীতাঞ্জলীতে (১৩৩৪ বঙ্গাব্দ) ]
সুর ও তাল:
রাগ: মল্লার। তাল: ঝম্পক। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৬]।
গ্রহস্বর:
সা।
লয়: মধ্য।