বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আজি ঝড়ের
রাতে তোমার অভিসার
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রকৃতি (উপ-বিভাগ : বর্ষা-৭০) পর্যায়ের ৯৫ সংখ্যক গান।
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার॥
আকাশ কাঁদে হতাশসম, নাই যে ঘুম নয়নে মম-
দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার॥
বাহিরে কিছু দেখিতে নাই পাই,
তোমার পথ কোথায় ভাবি তাই।
সুদূর কোন্ নদীর পারে গহন কোন্ বনের ধারে
গভীর কোন্ অন্ধকারে হতেছ তুমি পার॥
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 358] [নমুনা]।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
রবীন্দ্রনাথের
RBVBMS 358
পাণ্ডুলিপিতে গানটির সাথে উল্লেখ আছে 'বোট
পদ্মা/শ্রাবণ'।
১৩১৭ বঙ্গাব্দে
প্রকাশিত ‘গীতাঞ্জলি’-তে গানটির সাথে রচনার তারিখ উল্লেখ আছে-
'আষাঢ় ১৩১৬'। উভয়
সূত্রানুসারে গানটি রচনার স্থান ও তারিখ দাঁড়ায় 'আষাঢ়/শ্রাবণ
১৩১৬। বোট পদ্মা’। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৮ বৎসর ২ বা ৩ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতাঞ্জলি
ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩১৭ বঙ্গাব্দ
বিশ্বভারতী ১৩৩০
সংগীত গীতাঞ্জলী (১৩৩৪ বঙ্গাব্দ), ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
স্বরবিতান একাদশ (১১, কেতকী) খণ্ডের (আশ্বিন ১৪১৬ বঙ্গাব্দ) ৩ সংখ্যক গান। পৃষ্ঠা ১৫-১৬ ।
Gitanjali No. 23 1910.
পত্রিকা:
ভারতী (ভাদ্র ১৩১৬ বঙ্গাব্দ)
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর। [স্বরবিতান ১১ খণ্ডটি প্রথম প্রকাশিত হয় ১৩২৬ বঙ্গাব্দের শ্রাবণ মাসে। এই সংস্করণে দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি গৃহীত হয়েছিল।]
সুরেন্দ্রনাথ বন্দ্যোপধ্যায় [গীতলিপি ৩য় ভাগে (১৯১০-১৯১৮ খ্রিষ্টাব্দ)]
ভীমরাও শাস্ত্রী [ সংগীত গীতাঞ্জলীতে (১৩৩৪ বঙ্গাব্দ) ]
সুর ও তাল:
রাগ: মল্লার। তাল: ঝম্পক। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৬]।
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।