বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: বর্ষ গেল,বৃথা গেল, 
কিছুই করি নি হায়
	
		
বর্ষ গেল,বৃথা গেল, কিছুই করি নি হায়-
		   
আপন শূন্যতা লয়ে জীবন বহিয়া যায় ॥
তবু তো আমার  কাছে নব রবি উদিয়াছে,   
তবু তো জীবন ঢালি বহিছে নবীন বায় ॥  
 বহিছে বিমল উষা তোমার 
আশিসবাণী,   
তোমার করুণাসুধা হৃদয়ে দিতেছে আনি।
		
রেখেছ জগতপুরে,  মোরে তো ফেল নি দূরে,   
অসীম আশ্বাসে তাই পুলকে শিহরে কায় ॥
	- 
	
	পাণ্ডুলিপির পাঠ:
		
	রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি 
	নাই।
	
- 
পাঠভেদ: 
	
- 
তথ্যানুসন্ধান 
 
	- ক. রচনাকাল ও স্থান:
	
	 ১ বৈশাখ ১২৯৩ মঙ্গল
১৩ এপ্রিল ১৮৮৬ প্রাতে মহর্ষিভবনে নববর্ষের উপাসনা উপলক্ষে 
রবীন্দ্র্রনাথ 
গানটি রচনা করেছিলেন। 
- 
	খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:		
		- 
		
		গ্রন্থ: 
		
		 
		
		
- 
		
			রবীন্দ্রগ্রন্থাবলী 
		(হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত। গান সংখ্যা: ৩২০।  রাগিণী
পূরবী তাল- 
		আড়াঠেকা। পৃষ্ঠা: ১০৩৪
			 [নমুনা]
- পত্রিকা:
		
		
		- 
		
		তত্ত্ববোধিনী 
		(বৈশাখ ১৮০৮ শকাব্দ, ১২৯৩ 
		বঙ্গাব্দ)। 
ললিত-আড়াঠেকা। শিরোনাম 'নববর্ষের গান'। পৃষ্ঠা ২০।
		[নমুনা]
 
 
- 
		গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		গানটির সুর পাওয়া যায় নি।
		- 
		সুর ও তাল:
		
	- রাগ: 
	
	ললিত।
	[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, 
			ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৭
- 
	রাগ: 
	ললিত। 
	তাল: আড়াঠেকা
	
	[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। 
		প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। 
		পৃষ্ঠা: ১১৭]