বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা:
		শিরোনাম: 
  পথে চলে যেতে যেতে কোথা কোন্খানে
পাঠ ও পাঠভেদ:
পথে চলে যেতে যেতে কোথা কোন্খানে
তোমার পরশ আসে কখন কে জানে ॥
কী অচেনা কুসুমের গন্ধে, কী গোপন আপন আনন্দে,
কোন পথিকের কোন্ গানে ॥
সহসা দারুণ দুখতাপে সকল ভুবন যবে কাঁপে,
সকল পথের ঘোচে চিহ্ন সকল বাঁধন যবে ছিন্ন
মৃত্যু-আঘাত লাগে প্রাণে-
তোমার পরশ আসে কখন কে জানে ॥
পাণ্ডুলিপির পাঠ:
	পাঠভেদ: 
	পাঠভেদ রয়েছে। স্বরবিতান-৩-এর ১৬৭ 
	পৃষ্ঠা মুদ্রিত পাঠভেদ অনুসারে নীচের পাঠভেদটি দেখানো হলো।
        তোমার পরশ আসে কখন কে জানে          
	: গীতবিতান ৩ (শ্রাবণ ১৩৩৯)
        তোমার পরশ আসে কোথায় কে জানে        
	: স্বরবিতান ৩ (বৈশাখ ১৩৪৫)
	
       সহসা দারুণ দুখতাপে                             
	: গীতবিতান ১ (জ্যৈষ্ঠ ১৩৫৮)
       সহসা দারুণ দুঃখতাপে                            
	: গীতবিতান ৩ (শ্রাবণ ১৩৩৯)
                                                                
	স্বরবিতান ৩ (বৈশাখ ১৩৪৫)
তথ্যানুসন্ধান