| শ্রবণ নমুনা 
 | 
      
      এটি ঝাঁপতালের প্রথমার্ধের অনুরূপ বলে, এই তালের নাম অর্ধ-ঝাঁপতাল বলা হয়। এ 
      তালটিও হিন্দুস্থানী সঙ্গীতে অল্প 
      প্রচলিত ছিল। সম্ভবত রবীন্দ্রনাথই 
      প্রথম এই তালটি বাংলা গানে প্রয়োগ করেন। তালটির ঠেকা নিচে
      দেওয়া হলো।
 
| + | ২ | + | ||||
| ধি | না | । | ধি | ধি | না | ধি | 
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | 
 | 
এই তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের সংখ্যা ৯টি। এই গানগুলো হলো—
১. একদা তুমি, প্রিয়ে [প্রেম-২৯৩] 
	[তথ্য]
২. ওগো আমার চির-অচেনা পরদেশী [প্রেম-১৯৪] 
	[তথ্য]
৩. কৃষ্ণকলি আমি  তারেই বলি [বিচিত্র-৭৫] 
	[তথ্য]
৪. ক্ষমা করো মোরে সখী [নাট্যগীতি-৪] 
	[তথ্য]
৫. চরণ ধরিতে দিয়ো গো আমার [পূজা-১০৪]
	[তথ্য]
৬. তোমার আমার এই বিরহের অন্তরালে [পূজা-১৩৪]
	[তথ]
৭. দীপ নিবে গেছে মম [প্রেম-২৮৭] 
	[তথ্য]
৮. পথে চলে যেতে যেতে [পূজা-৫৭২] 
	[তথ্য]
৯.মিলনরাতি পোহালো [প্রেম-১৬১]
	[তথ্য]
      
সূত্র : 
তবলা শিক্ষা। বি. বটব্যাল।