বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: তোমার আমার এই বিরহের অন্তরালে
পাঠ ও পাঠভেদ
	
	- 
	 গীতবিতান 
	(বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:   
	
 পূজা   ১৩৪
		
			
				 তোমার আমার এই বিরহের অন্তরালে
				কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে ॥
				তবু যে   পরানমাঝে    গোপনে বেদনা বাজে—
				এবার সেবার কাজে ডেকে লও সন্ধ্যাকালে ॥
				বিশ্ব হতে থাকি দূরে অন্তরের অন্তঃপুরে,
				চেতনা জড়ায়ে রহে ভাবনার স্বপ্নজালে।
				দুঃখ সুখ আপনারই সে বোঝা হয়েছে ভারী,
				যেন সে সঁপিতে পারি চরম পূজার থালে ॥ 
			
		
	
	- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের মোট দুইটি 
	পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায়। যথা: 
RBVBMS 008 
		
		[নমুনা]
		
		 
		
		
		RBVBMS 028
		
		[নমুনা] 
	
	
	পাঠভেদ: 
	তথ্যানুসন্ধান
		
		RBVBMS 028
		
		পাণ্ডুলিপিতে গানটির শেষে উল্লেখ আছে '২ মাঘ ১৩৩৪ বঙ্গাব্দ'। 
		উল্লেখ্য, ১৩৩৪ 
	বঙ্গাব্দের 
	মাঘ মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে এই গানটি 
		সহ মোট ১১টি গান 
	রচনা করেন। এর ভিতরে ২রা মাঘ তিনি এই গানটি রচনা করেছিলেন।
		এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৬ বৎসর ৯ মাস।
		   [রবীন্দ্রনাথের 
		৬৬ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা] 
 
		খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- গ্রন্থ
			
- পত্রিকা:
			-  
			
			সঙ্গীত প্রকাশিকা পত্রিকা (শ্রাবণ ১৩৩৭ 
			বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত 
			স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
 
- রেকর্ডসূত্র:
			 সিদ্ধার্থ ঘোষের 
			রচিত রেকর্ডে রবীন্দ্রসংগীত (ইন্দিরা সংগীত-শিক্ষায়তন। নভেম্বর 
			১৯৮৯) গ্রন্থ থেকে আলোচ্য গানের  রেকর্ডসূত্রে যে তথ্য পাওয়া যায়। 
			তা হলো-  
			
				 
				-  ১৯২৬-১৯৩৫ 
				খ্রিষ্টাব্দের ভিতরে 'গ্রামোফোন রেকর্ড কোম্পানি' এই গানের একটি 
				রেকর্ড প্রকাশ করেছিল। গানটির শিল্পী ছিলেন কনক দাশ। রেকর্ড নম্বর
				
				
 
P 11774
				। 
				[সূত্র পৃষ্ঠা: ৪৯
				] 
				
			
		  
		প্রকাশের কালানুক্রম: 
			গানটি
 প্রথম প্রকাশিত হয়েছিল গীতোৎসব (১৩৩৮)। এরপর ১৩৩৯ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত গীতবিতান -এর তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ-এ গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। ১৩৪৮ বঙ্গাব্দে প্রকাশিত গীতবিতানের প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ গানটি গৃহীত হয়েছিল  পূজা, পর্যায়ের 'বিরহ' উপবিভাগে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের পূজা পর্যায়ের ('বিরহ' উপবিভাগ) ১৩৪ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে। এই গ্রন্থে গানটি একইভাবে অন্তর্ভুক্ত হয়েছে।
		
		
		
		গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলী: