বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: মরণের মুখে রেখে দূরে যাও দূরে যাও চলে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: পূজা (উপ-বিভাগ : শেষ-৪)
পর্যায়ের ৫৮৭ সংখ্যক গান।
মরণের মুখে রেখে দূরে যাও দূরে যাও
চলে
আমার ব্যথার টানে নিকটে ফিরাবে ব'লে ॥
আঁধার-আলোর পারে
খেয়া দিই বারে বারে,
নিজেরে হারায়ে খুঁজি- দুলি সেই দোলে দোলে ॥
সকল রাগিণী বুঝি বাজাবে আমার প্রাণে-
কভু ভয়ে কভু জয়ে, কভু অপমানে মানে।
বিরহে ভরিবে সুরে
তাই রেখে দাও দূরে,
মিলনে বাজিবে বাঁশি, তাই টেনে আন কোলে ॥
- তথ্যানুসন্ধান:
-
ক. রচনাকাল ও স্থান: ৪ আষাঢ় ১৩৩২ বঙ্গাব্দ। [১৮ জন ১৯২৫ খ্রিষ্টাব্দ]
শান্তিনিকেতন।
রবীন্দ্রনাথের ৬২ বৎসর ২ মাস বয়সের রচনা।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: