বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
তোমার প্রেমে ধন্য কর যারে
পাঠ ও পাঠভেদ:
তোমার প্রেমে ধন্য কর যারে সত্য ক’রে পায় সে আপনারে ॥
দুঃখে শোকে নিন্দা-পরিবাদে
চিত্ত তার ডোবে না অবসাদে,
টুটে না বল সংসারের ভারে ॥
পথে যে তার গৃহের বাণী বাজে, বিরাম জাগে কঠিন তার কাজে।
নিজেরে সে যে তোমারি মাঝে দেখে,
জীবন তার বাধায় নাহি ঠেকে,
দৃষ্টি তার আঁধার-পরপারে ॥
পাণ্ডুলিপির পাঠ:
[RBVBMS 008] [নমুনা]
RBVBMS 287
[দিনেন্দ্রনাথ-কৃত স্বরলিপি-র
পাণ্ডুলিপি]
[নমুনা
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: :
রবীন্দ্রনাথের
RBVBMS 008
-তে
লিখিত এই গানের নিচে '১ মাঘ' উল্লেখ আছে।
উল্লেখ্য,
প্রভাতকুমার
মুখোপাধ্যায় তাঁর 'গীতবিতান কালানুক্রমিক সূচী' গ্রন্থে গানটির রচনাকাল ও
স্থানের উল্লেখ করেছেন '১ মাঘ ১৩৩৪
(১৫ জানুয়ারি ১৯২৮) [শান্তিনিকেতন]। এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৬ বৎসর
৯ মাস।
[রবীন্দ্রনাথের
৬৬ বৎসর
অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, শ্রাবণ ১৩৩৯ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ৮২৮। [নমুনা]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ)। গান সংখ্যা ৫৭। পৃষ্ঠা: ৩৮। [নমুনা]
অখণ্ড সংস্করণ, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পর্যায়: পূজা ৮৯। উপবিভাগ: বন্ধু ৫৭। পৃষ্ঠা: ৪১। [নমুনা]
স্বরবিতান ত্রয়োদশ (১৩) খণ্ডের
(জ্যৈষ্ঠ ১৪১৩) ৭ম গান।
পৃষ্ঠা ১৯-২১।
প্রকাশের
কালানুক্রম:
১৩৩৪ বঙ্গাব্দের ১লা মাঘ গানটি রচনার পর, সরাসরি ১৩৩৯ বঙ্গাব্দে প্রকাশিত
গীতবিতানের তৃতীয় খণ্ডে স্থান লাভ করে। ১৩৪৮
খ্রিষ্টাব্দে প্রকাশিত গীতবিতানের প্রথম খণ্ডের দ্বিতীয় সংস্করণে এই গানটি
গৃহীত হয় পূজা পর্যায়ে।
১৩৮০ বঙ্গাব্দে অখণ্ড গীতবিতানের
তৃতীয় সংস্করণে গানটি পূজা পর্যায়ের ৮৯ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত
হয়েছে।
রাগ : সারং, তাল তেওরা। [রবীন্দ্রসংগীতের ক্রমবিকাশ ও বিবর্তন। ডঃ দেবজ্যোতি দত্ত মজুমদার। সাহিত্যলোক। পৌষ ১৩৯৪। ডিসেম্বর ১৯৮৭। পৃষ্ঠা : ২১৮]
রাগ : বৃন্দাবনী সারং। তাল তেওরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৫৭]
রাগ: মেঘ, সাহানা। তাল: তেওরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা: ৯৯।]
গ্রহস্বর-পা।
লয়: ঈষৎ দ্রুত।