শ্রবণ নমুনা

মূল ঠেকা তবলা:
স্বরূপ হোসেন (শিক্ষক ছায়ানট)। [নমুনা]

আড়াচৌতাল
এটি একটি উত্তর ভারতীয় সঙ্গীতে ব্যবহৃত তাল।

মাত্রা সংখ্যা :  ১৪ মাত্রা। 
ছন্দোবিভাজন : ২।২।২।২।২।২।২  (সমপদী)
তালি সংখ্যা : ৪
ফাঁক সংখ্যা : ৩।
 

 

 + 

   

 

 

   

 

       ০

 

        +

ধিন্ 

তেরেকেটে  

|

ধিন্

না

|

তিন্

 না

|

কৎ

তা

|

তেরেকেটে 

ধিন্

|

না

ধিন্

|

ধিন্

না

ধিন্

 

 

 

 

১০

 

১১

১২  

 


এই তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা

শুভ্র সনে বিরাজ' অরুণছটামাঝে [পূজা-৪৪৯] [তথ্য]
সংসারে কোনো ভয় নাহি নাহি
[পূজা-৪৫৫] [তথ্য]
সবে নন্দ করো [পূজা-২৮৪] [তথ্য]


সূত্র :
ভারতীয়  সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্প প্রকাশ। বৈশাখ ১৩৭২।
তবলা শিক্ষা। বি.বটব্যাল