নজরুল
সঙ্গীতের প্রেম পর্যায়ের গান
এই পর্যায়ের গানের ভাবগত বিষয় হলো, নরনারীর প্রণয়। এই পর্যায়ের গানের তালিকা নিচে
তুলে ধরা হলো।
কেন আসিলে ভালোবাসিলে [গান-১] [ তথ্য]
কত ফুল তুমি পথে ফেলে দাও [গান-২] [ তথ্য]
কুঁচবরণ কন্যা রে তার [গান-৮ [ তথ্য]
ঘুমাও ঘুমাও দেখিতে এসেছি [গান-৫] [তথ্য]
শাওন রাতে যদি স্মরণ আসে মোরে [গান-১০] [তথ্য]
সখি ব'লো বধুঁয়ারে নিরজনে (ব'লো বঁধুয়া রে) [গান-৬] [তথ্য]