বিষয়: নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
.

শিরোনাম:
ঘুমাও, ঘুমাও, দেখিতে এসেছি ভাঙাতে আসিনি ঘুম

পাঠ ও পাঠভেদ:

                ৫.
রাগ : যোগিয়া মিশ্র, তাল : দাদরা
ঘুমাও, ঘুমাও, দেখিতে এসেছি ভাঙাতে আসিনি ঘুম
কেউ জেগে কাঁদে, কারো চোখে নামে নিদালির মৌসুম॥
            দেখিতে এলাম হ’য়ে কুতূহলী
            চাঁপা-ফুল দিয়ে তৈরি পুতুলী
দেখি, শয্যায় স্তূপ হ’য়ে আছে জোছনার কুমকুম
আমি নই, ঐ কলঙ্কী চাঁদ নয়নে হেনেছে চুম্॥
রাগ করিও না, অনুরাগ হ’তে রাগ আরো ভালো লাগে,
তৃষ্ণাতুরের কেউ জল চায় কেউ বা শিরাজি মাগে ।
            মনে কর, আমি লোলুপ বাতাস
            চোর-জোছনা, ফুলের সুবাস
ভয় নাই, আমি চলে যাই ডাকি’ নিশীথিনী নিঃঝুম॥

১. দেখিতে এসেছি ভাঙাতে আসিনি ঘুম           -(আদি গ্রামোফোন রেকর্ড, H.M.V.N N. 31104,  শ্রবণ নমুনা)
  
দেখিতে এসেছি ভাঙিতে আসিনি ঘুম।          -[গানের মালা, নজরুল-রচনাবলী। ষষ্ঠ খণ্ড, (বাংলা একাডেমী১২ ভাদ্র,                                                               ১৪১৪ ২৭ আগস্ট, ২০০৭)]।

২. মনে কর, আমি লোলুপ বাতাস
    চোর-জোছনা, ফুলের সুবাস
    ভয় নাই, আমি চলে যাই ডাকি’ নিশীথিনী নিঃঝুম      -(আদি গ্রামোফোন রেকর্ড,
H.M.V.N N. 31104,  শ্রবণ নমুনা)

    মনে করো, আমি ফুলের সুবাস,
    চোর-জোৎস্না, লোলুপ বাতাস,
    ইহাদের সাথে চলে যাব প্রাতে অগোচরে নিঃঝুম          -[গানের মালা, নজরুল-রচনাবলী। ষষ্ঠ খণ্ড (বাংলা একাডেমী                                                                                      ১২ ভাদ্র, ১৪১৪ ২৭ আগস্ট, ২০০৭)]

৩. ১৯৪৯ খ্রিষ্টাব্দে বেচু দত্তের কণ্ঠে গানটি রেকর্ডের সময় প্রশিক্ষক নিতাই ঘটক বাণীর কোন কোন অংশে পরিবর্তন ঘটিয়েছিলেন, যথা:-
"মনে কর, আমি লোলুপ বাতাস, চোর জ্যোছনা ফুলের সুবাস, ভয় নাই আমি চলে যাই ডাকি, নিশীথিনী নিঃঝুম"॥

ভাবসন্ধান:

তথ্যানুসন্ধান