বিষয়: নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
৩০২

শিরোনাম:
নয়নে তোমার ভীরু মাধুরীর মায়া

পাঠ ও পাঠভেদ:


    তাল: কাহারবা

নয়নে তোমার ভীরু মাধুরীর মায়া
বন-মৃগী সম উঠিছ চমকি’ হেরিয়া আপন ছায়া

            
প্রাতে ঊষার প্রায়
             রেঙে ওঠো লজ্জায়,
এলায়িত লতিকায় ভঙ্গুর তব কায়া

দৃষ্টিতে তব আরতি-দীপের দ্যুতি
তুমি নিবেদিতা সন্ধ্যা-পূজা-আরতি।
            ভূমি অবলুণ্ঠিতা
            বনলতা কুণ্ঠিতা
কোলাহল-শঙ্কিতা যেন গো তাপস-জায়া