বিষয়:
নজরুল সঙ্গীত।
গান সংখ্যা : ৩০২
শিরোনাম:
নয়নে তোমার ভীরু
মাধুরীর মায়া
পাঠ ও পাঠভেদ:
তাল: কাহারবা
নয়নে তোমার ভীরু মাধুরীর মায়া
বন-মৃগী সম উঠিছ চমকি’ হেরিয়া আপন ছায়া॥
প্রাতে ঊষার প্রায়
রেঙে ওঠো লজ্জায়,
এলায়িত লতিকায় ভঙ্গুর তব কায়া॥
দৃষ্টিতে তব আরতি-দীপের দ্যুতি
তুমি নিবেদিতা সন্ধ্যা-পূজা-আরতি।
ভূমি অবলুণ্ঠিতা
বনলতা কুণ্ঠিতা
কোলাহল-শঙ্কিতা যেন গো তাপস-জায়া॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে এইচ এম ভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: