৩৫২
মার্চের সুর, তাল: ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)
ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান, ঘন-বজ্রে বিষাণ বাজে।
জাগো জাগো তন্দ্রা-অলস রে, সাজো সাজো রণ-সাজে॥
দিকে দিকে ওঠে গান, অভিযান অভিযান!
আগুয়ান আগুয়ান হও ওরে আগুয়ান
ফুটায়ে মরুতে ফুল-ফসল।
জড়ের মতন বেঁচে কি ফল? কে র'বি প'ড়ে লাজে॥
বহে স্রোত জীবন-নদীর, চল চঞ্চল অধীর,
তাহে ভাসিবি কে আয়, দূর সাগর ডেকে যায়।
হ'বি মৃত্যু-পাথার পার, সেথা অনন্ত প্রাণ বিরাজে॥
পাঁওদল্ রণে চল্, চল্ রণে চল্
পাঁওদল আগে চল্ চল্ রণে চল্
মরুতে ফোটাতে পারে ওই পদতল প্রাণ-শতদল।
বিঘ্ন-বিপদে করি' সহায়
না-জানা পথের যাত্রী আয়,
স্থান দিতে হবে আজি সবায়, বিশ্ব-সভা-মাঝে॥
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
১. ঝড়-ঝঞ্ঝায় ওড়ে নিশান [রেকর্ড FT 3003]
১. ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান [গানটি নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, ফেব্রুয়ারি ২০১১)]। গানের মালা (কার্তিক ১৩৪১ বঙ্গাব্দ, ২৩ অক্টোবর, ১৯৩৪ খ্রিষ্টাব্দ)২. মরুতে ফোটাতে পারে ওই পদতল [রেকর্ড FT 3003], জরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইন্সটিটিউট, ফেব্রুয়ারি ২০১১]
২. মরুতে ফুটাতে পারে ঐ পদতল [গানের মালা (কার্তিক ১৩৪১ বঙ্গাব্দ, ২৩ অক্টোবর, ১৯৩৪ খ্রিষ্টাব্দ)]।
৫. সুরকার:
কাজী নজরুল ইসলাম।
[কাজী
নজরুল ইসলামের সুর-কৃত নজরুল সঙ্গীতের তালিকা]
৬.
স্বরলিপিকার: আসাদুল হক।
[নজরুল-সঙ্গীত স্বরলিপি
,
চতুর্থ খণ্ড,
[নজরুল ইন্সটিটিউট, অগ্রহায়ণ ১৪০২, নভেম্বর ১৯৯৫]
[আসাদুল
হক-কৃত নজরুল সঙ্গীতের তালিকা]
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
গানটির সুর সামরিক বাহিনীর মার্চের।
তাল: তালফেরতা (দাদরা এবং কাহারবা-তে নিবদ্ধ)।
[তালফেরতা]
গ্রহস্বর:
সা। [নজরুল-সঙ্গীত স্বরলিপি
,
চতুর্থ খণ্ড,[নজরুল ইন্সটিটিউট, অগ্রহায়ণ ১৪০২, নভেম্বর ১৯৯৫]
মা। [নজরুল স্বরলিপি চতুর্দশ খণ্ড। [হরফ প্রকাশনী]