নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
চতুর্থ খণ্ড
নজরুল ইন্সটিটিউট কর্তৃক
প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল অগ্রহায়ণ, ১৪০২/নভেম্বর ১৯৯৫ খ্রিষ্টাব্দে। এই
গ্রন্থটির অনুমোদন করেছিল, তৎকালীন সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত
স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য এই পরিষদের সভানেত্রী ছিলেন লায়লা
আর্জ্জুমান্দ বানু। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন, শেখ লুৎফর রহমান, বেদারউদ্দিন
আহমদ, সোহরাব হোসেন,
সুধীন দাশ এবং নির্বাহী পরিচালক,
নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।
নজরুল সঙ্গীত স্বরলিপি চতুর্থ খণ্ডের সমুদয় গানের
স্বরলিপি করেছেন আসাদুল হক। গ্রন্থটিতে
মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া
হলো।
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে গো [গান-২০২] [তথ্য]
অম্বরে মেঘ-মৃদঙ্ বাজে [গান-৭৬] [তথ্য]
আমি চাঁদ নহি, চাঁদ নহি-অভিশাপ [গান-১১৩] [তথ্য]
আরো কত দিন [গান-৮১] [তথ্য]
আসিয়া কাছে গেলে ফিরে [গান-৭৮]
[তথ্য]
উতল হ'ল শান্ত আকাশে [গান-১২৫] [তথ্য]
ও, কূল ভাঙ্গা নদীরে [গান-২১২] [তথ্য]
গেরুয়া-রঙ মেঠো পথে [গান-১৩৮] [তথ্য]
চম্পা পারুল যূথী টগর চামেলা [গান-১৩৯] [তথ্য]
চৈতালী চাঁদনী রাতে [গান-২২৫] [তথ্য]
ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান [গান-৩৫২] [তথ্য]
নিশি রাতে রিম্ ঝিম্ ঝিম্ বাদল-নূপুর [গান-২৪৮] [তথ্য]
ফিরে এসো ফিরে এসো প্রিয়তম [গান-১৫৬] [তথ্য]
ফুলের জলসায় নীরব কেন কবি [গান-২৬০] [তথ্য]
বলেছিলে তুমি তীর্থে আসিবে [গান-২৬৪] [তথ্য]
বসন্ত এলো এলো এলো রে [গান-৭৯] [তথ্য]
বৈকালী সুরে গাও চৈতালী গান [গান-৮০] [তথ্য]
ভবনে আসিল অতিথি সুদূর [গান-১৫৯] [তথ্য]
ভোরে স্বপনে কে তুমি দিয়ে দেখা, লুকালে সহসা [গান-১৫৮] [তথ্য]
যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে [গান-৭৭] [তথ্য]
যাই গো চলে যাই না-দেখা লোকে জানিতে চির অজানায় [গান-২৭৫] [তথ্য]
রহি' রহি' কেন সে-মুখ পড়ে মনে [গান-২৭৯] [তথ্য]
শূন্য এ-বুকে পাখী মোর আয় [গান-২৮৬] [তথ্য]
সাঁঝের পাখিরা ফিরিল কুলায় [গান-৬০৯] [তথ্য]
হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল [গান-২৯৬] [তথ্য]