স্বরবিতান-৪১
এই গ্রন্থের বৈশাখ ১৪১৩
মুদ্রণের ৭৯ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।
স্বরবিতান
একচত্বারিংশ খণ্ড প্রকাশিত হয় চৈত্র ১৩৬১ সালে। এই খণ্ডের সম্পাদনা করেন অনাদিকুমার
দস্তিদার।
এই গ্রন্থে
‘গীতিমাল্য’
কাব্যের অন্তর্গত ছাব্বিশটি গানের স্বরলিপি সংকলিত। ইহার মধ্যে দিনেন্দ্রনাথ ঠাকুর
–কৃত
২২-সংখ্যক গানের স্বরলিপি
‘গীতলেখা’
দ্বিতীয় ভাগে এবং ৩-৬, ১০-১৪, ১৬, ১৮-২০, ২৩, ২৫ ও ২৬
–সংখ্যক
গানের স্বরলিপি
‘গীতলেখা’
তৃতীয় ভাগে প্রকাশিত হইয়াছিল। ৯-সংখ্যক গানের স্বরলিপি সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
–কৃত
ও তত্তবোধিনী পত্রিকার শক ১৮৩৪ আষাঢ়-সংখ্যা হইতে সংকলিত। ওই পত্রিকারই শক ১৮৩৮
চৈত্র-সংখ্যা হইতে মোহিনী সেনগুপ্তা-কৃত ৭-সংখ্যক গানের স্বরলিপি গৃহীত। ভীমরাও
শাস্ত্রী-কৃত ৮ ও ২৪
–সংখ্যক
গানের স্বরলিপি পূর্বে
‘সংগীত-গীতাঞ্জলি’
গ্রন্থে প্রকাশিত হইয়াছিল। ১, ২, ১৫, ১৭ ও ২১-সংখ্যক গানের স্বরলিপি অনাদিকুমার
দস্তিদার-কৃত্।–সাময়িক
পত্র বা পাণ্ডুলিপি হইতে সংকলন করা হইয়াছে।
এই গ্রন্থের
অন্তর্ভুক্ত গানের পাঠভেদ, রচনাকাল-প্রকাশকাল সম্পর্কে এ যাবৎ সংগৃহীত তথ্য বর্তমান
সংস্করণে সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন
শ্রীপ্রফুল্লকুমার দাস।
চৈত্র ১৩৮৩
এই গ্রন্থের গানগুলির তালিকা নিচে দেওয়া হলো।
আজিকে এই সকালবেলাতে [পূজা-৩৩৪]
[তথ্য]
[নমুনা]
আপনাকে এই জানা আমার ফুরাবে না [পূজা-৭৫]
[তথ্য]
[নমুনা]
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ [পূজা-৫৫৯]
[তথ্য]
[নমুনা]
আমার যাবার বেলাতে [পূজা-৫৯৯]
[তথ্য]
[নমুনা]
আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে [পূজা-২৪৬]
[তথ্য]
[নমুনা]
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে [পূজা-৫০]
[তথ্য]
[নমুনা]
এ মণিহার আমায় নাহি সাজে [পূজা-৪৮৯]
[তথ্য]
[নমুনা]
এই তো তোমার আলোকধেনু [পূজা-৫২০]
[তথ্য]
[নমুনা]
এমনি করে ঘুরিব দূরে বাহির [পূজা-৩৬০]
[তথ্য]
[নমুনা]
ওদের সাথে মেলাও যারা চরায় তোমার ধেনু [পূজা-৫৩]
[তথ্য]
[নমুনা]
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না। [পূজা-৫১]
[তথ্য]
[নমুনা]
কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে [পূজা-১৮]
[তথ্য]
[নমুনা]
জানি গো দিন যাবে এ দিন যাবে [পূজা-৫৯৪]
[তথ্য]
[নমুনা]
তার অন্ত নাই গো যে আনন্দে গড়া [পূজা-৩১২]
[তথ্য
[নমুনা]
তুমি যে চেয়ে আছ আকাশ ভরে [পূজা-৭৭]
[তথ্য]
[নমুনা]
তোমায় আমায় মিলন হবে বলে [পূজা-৩৪]
[তথ্য]
[নমুনা]
তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি [পূজা-১৩২]
[তথ্য]
[নমুনা]
নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে [পূজা-৩৫৯]
[তথ্য]
[নমুনা]
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে [পূজা-১০৯]
[তথ্য]
[নমুনা]
প্রাণে গান নাই, মিছে তাই ফিরিনু যে [পূজা-২৩৮]
[তথ্য]
[নমুনা]
বল তো এইবারের মতো [পূজা-৪৪]
[তথ্য]
[নমুনা]
বাজাও আমারে বাজাও [পূজা-৯৯]
[তথ্য]
[নমুনা]
মোর প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি [পূজা-৪০]
[তথ্য]
[নমুনা]
যে দিন ফুটল কমল কিছুই জানি নাই [পূজা-১৩৭]
[তথ্য]
[নমুনা]
রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান [পূজা-২০]
[তথ্য]
[নমুনা]
সে দিনে আপদ আমার যাবে কেটে [পূজা-৪৯]
[তথ্য]
[নমুনা]