অপ্রচলিত মুদ্রা
যে সকল মুদ্রা একসময় পণ্যবিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু ঘটনাক্রমে তা বর্তমানে ব্যবহৃত হয় না, সে সকল মুদ্রাকে সাধারণভাবে অপ্রচলিত মুদ্রা বলা হয়।
 


অপ্রচলিত মুদ্রা তালিকা
আকসা
(akşa): ১৯৩৪ থেকে ১৯৪৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত টুভান প্রজাতন্ত্রে প্রচলিত ছিল।
আর্জেন্টিনো (
Argentino): : ১৯২৮ থেকে ১৯৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত পর্তুগিজ এ্যাঙ্গোলাতে প্রচলিত ছিল।
এ্যাঙ্গোলার (Angolar): ১৯৮১ থেকে ১৯৯৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত আর্জেন্টিনায় প্রচলিত স্বর্ণপুদ্রা
চন্দ্রগুপ্ত মৌর্যের রৌপ্য মুদ্রা (খ্রিষ্টপূর্ব ৩২৪-২০০ অব্দ)
বখতিয়ার খলজির স্বর্ণমুদ্রা [১২০৫]