বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
এপ্রিল ১৯৭১
পূরব-পাঠ: মার্চ


গত মাসের পাকিস্তানি সেনাবাহিনীর পরিচালিত 'অপারেশন সার্চ লাইট'-এর মাধ্যমে তদানীতন পূর্ব-পাকিস্তানে বাঙালি নিধন শুরু হয়েছিল। এর শুরুটা হয়েছিল ঢাকায়। পরে পাকিস্তানিরা এই হত্যাযজ্ঞ সমগ্র পূর্ব-পাকিস্তানে সম্প্রসারিত করে। এই প্রেক্ষিতে মার্চ মাসে ঘোষিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা।
২৬ মার্চের পর থেকে উল্লেখযোগ্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নানা পেশার বহু সাধারণ মানুষ পূর্ব-পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করে। পরে আওয়ামী লীগের প্রথম সারির নেতারা সর্বসম্মতিক্রমে 'গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ'-নামে একটি স্বাধীন রাষ্ট্রের রূপরেখা প্রণয়ন করেন।এ সকল ঘটনা ধারাবাহিক কার্যক্রম তুলে ধরা হলো-


  • সূত্র :

    • বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র: মুজিবনগর প্রশাসন, তৃতীয় খণ্ড, প্রকাশকাল: নভেম্বর ১৯৮২)

    • প্রত্যক্ষদর্শীর বিবরণ
    • বিভিন্ন পত্রপত্রিকা