মুজিব-ইন্দিরা চুক্তি
অন্য নাম: ইন্দিরা-মুজিব চুক্তি, ভারত-বাংলাদেশের মৈত্রীচুক্তি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং ভারত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী'র মধ্যে সম্পাদিত একটি দ্বি-পক্ষীয় আন্তর্জাতিক চুক্তি। ১৯৭২ খ্রিষ্টাব্দের ১৯ মার্চ তারিখে এই চুক্তি সম্পাদিত হয়েছিল।

এই চুক্তিতে মোট ১২টি অনুচ্ছেদ ছিল। এই চুক্তির ১১ সংখ্যক অনুচ্ছেদে সময়কাল উল্লেখ ছিল ২৫ বৎসর। কিন্তু ১০ম অনুচ্ছেদে ছিল, যে কোনো পক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই এই চুক্তি বাতিল করতে পারবে। ফলে এই চুক্তি অনেকাংশই বাধ্যবাধকতাহীন একটি সৌজন্য চুক্তি হিসাবেই বিবেচনা করা হয়। ১৯৯৭ খ্রিষ্টাব্দে এই চুক্তির মেয়াদ শেষ হলে, তা আর নবায়ন করা হয় নাই। নিচে এই চুক্তির অনুচ্ছেদগুলো তুলে ধরা হলো।