জাগ্রত চৌরঙ্গী

বাংলাদেশের রাজধানী ঢাকা।  অদূরে গাজীপুর জেলার জয়দেবপুর চৌরাস্তার সড়ক-দ্বীপে নির্মিত স্মৃতিসৌধ। ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৯শে মার্চ গাজীপুরে  পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সংঘটিত প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে শহিদ হন হরমত আলী-সহ ২০ জন স্বাধীনতাকামী যোদ্ধা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় এটাই প্রথম ভাস্কর্য। ১৯৭৩ খ্রিষ্টাব্দে এই ভাস্কর্যটি নির্মিত হয় কংক্রিট, গ্রে সিমেন্ট, হোয়াইট সিমেন্ট ইত্যাদির সমন্বয়ে । এর স্থপতি শিল্পী আব্দুর রাজ্জাক।

বেদিসহ এই জাগ্রত চৌরঙ্গীর উচ্চতা ৪২ ফুট। ২৪ ফুট ৫ ইঞ্চি ভিতের উপর স্থাপিত হয়েছে একজন মুক্তিযোদ্ধার ভাস্কর্য। ভাস্কর্যটির ডান হাতে রয়েছে গ্রেনেড এবং বাম হাতে রয়েছে রাইফেল। এর দু’পাশের ফলকে ৩ ও ১১ নম্বর সেক্টরের ২০৭ জন শহিদ সৈনিকের নাম খোদাই করা আছে।