অনুপ্রেরণা ১৯
বাংলাদেশের ঢাকা গাজীপুরে স্থাপিত স্মৃতিসৌধ। উল্লেখ্য, ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৯শে মার্চ গাজীপুরের প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ সংঘটিত হয়ৈছিল। এই যুদ্ধকে স্মরণীয় করে রাখার জন্য গাজীপুর সার্কিট হাউস প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে স্মারক ভাস্কর্য ‘অনুপ্রেরণা ১৯’।

গাজীপুরের প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ২০১৭ খ্রিষ্টাব্দের দিকে একটি স্মারক স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। ২০১৮ খ্রিষ্টাব্দের মে মাসে এর নির্মাণ কাজ শুরু হয়।

এটি তৈরির জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর শিল্পী মুহম্মদ আরিফুজ্জামান নূরনবীকে। ২০১৮ খ্রিষ্টাব্দের ৬ অক্টোবর এই ভাস্কর্য উদ্বোধন করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে পায়রা ও ফলক উন্মোচন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সাবেক সেনা প্রধান মেজর কে.এম শফিউল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো: আসাদুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মিয়া, মোহর আলী, আবুল হোসাইন, আওয়ামী লীগ নেতা এড. ওয়াজ উদ্দিন মিয়া, আতাউল্লাহ মণ্ডলসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবুজ প্রশস্ত মাঠের মাঝখানে এই স্মৃতিসৌধের সাড়ে তিন ফুট উঁচু বেদিতে চার যোদ্ধার ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এই ভাস্কর্যে রয়েছে বয়স্ক কৃষকের হাতে বল্লম, কিশোরের হাতে বাঁশের লাঠি, তার পাশেই টগবগে এক যুবক, তার হাতে দোনলা বন্দুক। তাদের পেছনে বাঁ হাতে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের পতাকা আর ডান হাতে সেবাদানের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন প্রেরণাদায়ী এক নারী। তার হাতে রয়েছে তৎকালীন বাংলাদেশের পতাকা।