সরকারি সাদাত বিশ্ববিদ্যালয় কলেজ
বাংলাদেশের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায়
অবস্থিত একটি ঐতিহ্যবাহী আবাসিক কলেজ। এর কলেজ চত্বরটি প্রায় ৩৭ একর জমির উপর গড়ে
উঠেছে।
১৯২৬ খ্রিষ্টাব্দে
ওয়াজেদ আলী খান পন্নী, তাঁর পিতামহ সাদাত আলী খান পন্নীর নামে
কলেজটি প্রতিষ্ঠা করেন। এই কলেজটির জন্য ওয়াজেদ আলী খান পন্নী তাঁর জমিদারির একটা
বড় অংশ কলেজের জন্য ওয়াক্ফ করে দেন। এই কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন
স্বনামধন্য
ইব্রাহিম খাঁ। ১৯২৬ থেকে ১৯৪৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ একুশ বছর তিনি এই পদে বহাল ছিলেন।
উল্লেখ্য, ১৯৪৬ খ্রিষ্টাব্দে মুসলীম লীগ থেকে মধুপুর-গোলাপপুর কেন্দ্র নির্বাচনে
অংশ গ্রহণ করেন এবং তিনি বঙ্গীয় আইন সভার সদস্য হন। এই কারণে তিনি ১৯৪৭
খ্রিষ্টাব্দে তিনি এই কলেজ থেকে অবসর গ্রহণ করেন।
১৯৩৮ খ্রিষ্টাব্দে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী
আবুল কাশেম ফজলুল হক এই
কলেজটি পরিদর্শন করতে আসেন এবং কলেজের জন্যে মোটা অংকের অনুদান বরাদ্দ করেন। ওই
বছরই কলেজটি ডিগ্রি কলেজে উন্নীত করা হয়।
১৯৬৬ খ্রিষ্টাব্দে সা’দত কলেজে বাংলায় অনার্স কোর্স চালু ছিল।
১৯৭৯ খ্রিষ্টাব্দে এটি সরকারি কলেজ করা হয়েছে। তখন বিশ্ববিদ্যালয়ের কলেজ হিসেবে
ঘোষণা করা হয়।
১৯৯৫ খ্রিষ্টাব্দে এই কলেজ থেক উচ্চ মাধ্যমিক স্তর বাদ দেয়া হয়েছে। বর্তমানে
স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির পাঠ দান করা হয়। বর্তমানে কলেজের ২৬,০০০ জন শিক্ষার্থী অনার্স (সম্মান ) ও পাস
কোর্স সহ মাষ্টার্স এ অধ্যয়নরত আছে। বর্তমানে ১৮টি বিষয়ে অনার্স ও ১২টি বিষয়ে
মাষ্টার্স কোর্স চালু আছে।