বাংলাদেশ তরিকত ফেডারেশন |
|
নিবন্ধন নম্বর |
০১৯ |
নিবন্ধন তারিখ |
০৯/১১/২০০৮ |
প্রতীক |
ফুলের মালা |
প্রতীক নমুনা |
|
চেয়ারম্যান |
আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী |
মহাসচিব |
এম এ আউয়াল |
কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা |
ফ্ল্যাট নংএ-১, বাড়ী নং ৫১/এ, রোড নং ৬/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা |
ফোন |
০২-৮৮-৯১৪৩৩৫৬ |
মোবাইল |
০১৯১২৭৫৬৮৭২, ০১৯১১৫৯৭৫২৭ |
ইমেইল |
lnmaawal@yahoo.com |
এই দলটি শুরুর দিকে বিএনপি-এর
সাথে জোটবদ্ধ ছিল। পরে
জামায়েত-ই-ইসলামীর
সাথে জোট থাকায় তারা এই জোট ছেড়ে দেয়।
২০১৪ খ্রিষ্টাব্দের ৫ই জানুয়ারি, অনুষ্ঠিত হয়
দশম জাতীয়
সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে এবং দুটি সংসদীয় আসন লাভ করে।
তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আওয়াল ২০১৭ খ্রিষ্টাব্দে ইসলামী দলগুলোর একটি জোট
গঠনের চেষ্টা করেছিলেন। পরিকল্পিতী জোটে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ফরায়েজি
আন্দোলন, ইমাম-উলামা পরিষদ, এবং ইসলামী ওআইসি জোটের অন্তর্ভুক্ত হবে। সে সময়ে এই আন্দোলনের বিরোধিতা করেন দলের সভাপতি সৈয়দ নাজিবুল বাশার মাইজভান্ডারি।
২০১৮ খ্রিষ্টাব্দের ১৭ই এপ্রিল সৈয়দ নাজিবুল বাশার মাইজভান্ডারি মহাসচিবের
পদ থেকে এম এ আওয়ালকে অপসারণ করেন এবং তাঁর স্থলে তিনি দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হককে মনোনীত করেন।