কেওক্রাডং
বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
বাংলাদেশের
বান্দরবান
জেলার
রুমা উপজেলায়
এই শৃঙ্গটি অবস্থিত। শৃঙ্গটির ভৌগোলিক অবস্থান ২১°৫৭´০০´´ উত্তর অক্ষাংশ এবং ৯২°৩০´৫৩´´ পূর্ব
দ্রাঘিমাংশে।
মার্মা ভাষায় কেও শব্দের অর্থ পাথর আর কাড়া অর্থ হলো- পাহাড় আর ডং অর্থ সবচেয়ে
উঁচু। সব মিলিয়ে এর অর্থাৎ দাঁড়ায় সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। এক সময় এই পাহাড়কে
সবেচেয়ে উঁচু ধরা হতো। বিভিন্ন প্রতিষ্ঠানের দাবি অনুসারে, ভিন্ন ভিন্ন উচ্চতার কথা
জানা যায়। রাশিয়ান টোপোগ্রাফিক ম্যাপ অনুসারে এর প্রকৃত উচ্চতা ১০০০
মিটারের কম। এই শৃঙ্গের উপরে বাংলাদেশ সেনাবাহিনীর লাগানো একটি সাইনবোর্ডেও-এর
উচ্চতা ৩,১৭২ ফিট লেখা রয়েছে। যদিও জারমিন জি.পি.এস দ্বারা এখানে নির্ণীত উচ্চতা
৩১৯৬ ফিট বা ৯৭৪ মিটার।
সূত্র:
বাংলাপিডিয়া কেওকাড়াডং