বাকলাই
জলপ্রপাত
বাংলাদেশের
বান্দরবান
জেলার অন্তর্গত
থানচি উপজেলার নাইটিং মৌজার বাকলাই গ্রামে
অবস্থিত জলপ্রপাত। প্রায় ৩৮০ ফুট উচ্চতা থেকে ঝরে পড়া জলরাশি থেকে উৎপন্ন এই
জলপ্রপাতটি, সম্ভবত বাংলাদেশের সবচেয়ে উঁচু জলপ্রপাত। দুটি ধাপে এই জলপ্রপাতটি
নিচের ভূমি স্পর্শ করেছে।
দুর্গম পথের জন্য এই জলপ্রপাতে পর্যটকদের ততটা আনোগোণা নেই।
বান্দরবান
থেকে প্রায় ৭৯ কিলোমিটার দূরে অবস্থিত
থানচি সদর অবস্থিত। বাস বা জিপে
থানচি-তে সহজেই যাওয়া যায়। কিন্তু থানচি থেকে বাকলাই জলপ্রপাত যাওয়ার জন্য
হাঁটা ছাড়া অন্য কোনো উপায় নেই। এই হাঁটা পথটি অত্যন্ত দুর্গম। একমাত্র ভরসা, এই
পথে রয়েছে বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছোটো বসতি। এর ভিতরে রয়েছে টুটং পাড়া,
হেডম্যান পাড়া, কাইতন পাড়া ইত্যাদি। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প থাকায়, এই
অঞ্চলটি বেশ নিরাপদও বটে।
এই জলপ্রপাতে যাওয়ার আরেকটি পথ হলো- বান্দরবান>রুমাবাজার>বগালেক>কেওক্রাডাং>
জাদিপাই ঝরনা>বাকলাই জলপ্রপাত।