কাপ্তাই জাতীয় উদ্যান
চট্টগ্রাম [বাংলাদেশ] বিভাগের রাঙ্গামাটি জেলার অন্তর্গত কাপ্তাই উপজেলায় অবস্থিত জাতীয় উদ্যান বিশেষ। চট্টগ্রাম শহর থেকে প্রায় ৫৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এ বনের অবস্থান। আর রাঙ্গামাটি শহর থেকে এর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার।

ব্রিটিশ ভারতে ১৮৭৩, ১৮৭৮ এবং ১৮৭৯ খ্রিষ্টাব্দে বৃক্ষায়নের মাধ্যমে ক্রান্তীয় বর্ষণ-অরণ্যের সৃষ্টি হয়েছিল। এই অবস্থায় দীর্ঘকাল পরে এই অঞ্চল ঘন অরণ্যে পরিণত হয়েছিল। বাংলাদেশে স্বাধীন হওয়ার পর, ১৯৭৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ বন্যপ্রাণী আইনের আওতায়- এই এলাকার বন এবং প্রাণীকুলের রক্ষার ব্যবস্থা করা হয়। ১৯৯৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশের বন ও পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে ৫,৪৬৪ একর জায়গা জুড়ে থাকা এই আরণ্যক অঞ্চলকে জাতীয় উদ্যান হিসেবে অধিগ্রহণ করে।

এই উদ্যানে উল্লেখযোগ্য গাছ রয়েছে - সেগুন, চাপালিশ, জারুল, চম্পা, সোনালু, চালতা, চিকরাশি, শাল, শিলকড়ই, ধারমারা, গামারি, অর্জুন, আমলকি, আমড়া, বহেরা, বাজনা, বড়ই, পিটরাজ, পিটাল, বাঁশপাতা, বৈলাম, নাগেশ্বর, হিজল, উদল, উরিয়া, লোহাকাঠ ইত্যাদি।

এই সময় এই অরণ্যের প্রাণিকূলকেও সংরক্ষণের ব্যবস্থা করা হয়। বর্তমানে এই উদ্যানে উল্লেখ্যযোগ্য প্রাণিকুলের ভিতরে রয়েছে-  রেইন ফরেস্ট। এই উদ্যানের প্রাণীবৈচিত্র্যের মধ্যে রয়েছে হরিণ, হাতি, বনবিড়াল, মেঘলা চিতা, বানর, উল্লুক, তক্ষক, অজগর প্রভৃতি। পক্ষীকুলের ভিতরে আছে- ধনেশ, ফিঙ্গে, বুলবুলি, কাঠময়ূর, বনমোরগ, ময়না, ঘুঘু, টিয়া, মাছারাঙ্গাসহ নানান ধরনের পাখি।

তথ্যসূত্রঃ
http://kaptai.rangamati.gov.bd