১৬৬৬ খ্রিষ্টাব্দে মোগল সম্রাট আওরঙ্গজেব বাংলার সুবেদার শায়েস্তা খানকে চট্টগ্রাম দখলের নির্দেশ দেন। সুবেদারের পুত্র উমেদ খাঁর প্রথমে কর্ণফুলী নদীর মোহনায় আরাকানীদের পরাজিত করেন এবং আরাকানী দূর্গ দখল করেন। কথিত আছে পোর্তুগিজরা আরাকানীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মোঘলদের পক্ষ নিয়েছিল। উমেদ খাঁ চট্টগ্রামের প্রথম ফৌজদারের দায়িত্ব পান। এই সময় আরাকানীরা চট্টগ্রাম অধিকারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এই সময় টমাস প্রাট নামে এক ইংরেজ আরাকানীদের সঙ্গে যোগ দিয়ে মোঘলদের পরাজিত করার চেষ্টা করে ব্যর্থ হয়। জব চার্নক ১৬৮৬ খ্রিষ্টাব্দে এবং ১৬৮৮ খ্রিষ্টাব্দে কাপ্তেন হিথের চট্টগ্রাম দখল করতে ব্যর্থ হয়। ১৬৭০ ও ১৭১০ খ্রিষ্টাব্দে আরাকানীরা চট্টগ্রাম দখলের চেষ্টা করে ব্যর্থ হয়। ১৭২৫ আরাকানরা বিশাল এক সেনাবাহিনী নিয়ে চট্টগ্রাম দখল করতে সক্ষম হয়, কিন্তু অল্পদিনের মধ্যেই মোগলরা আরাকানদের বিতারিত করে।
ইতিমধ্যে ১৭০০ খ্রিষ্টাব্দের দিকে চাকমা রাজ্য বেশ শক্তিশালী হয়ে উঠেছিল। বিশেষ করে চাকমা রাজা ফতে খাঁর সময়ই— অনেক ক্ষেত্রে এরা মোগলদের এরা প্রায় গ্রাহ্যই করতো না। এই সূত্রে উভয় শক্তির ভিতরে এক ধরনের টানপোড়নের সৃষ্টি হয়। একসময় মোগলরা চট্টগ্রামের সাথে বাণিজ্যের বিষয়ে চাকমাদের কাছে কর দাবী করে। এ নিয়ে চাকমা এবং মোগলদের ভিতর তীব্র তিক্ততার জন্ম দেয়। মোগল সৈন্যরা চাকমা রাজ শক্তিকে তুচ্ছ জ্ঞান করে, আক্রমণ করলে, ফতে খাঁর কৌশলে মোগলরা পরাজিত হয়। এই সময় চাকমা রাজার সৈন্যরা দুটি কামান দখল করে, এদের নাম রাখে ফতে খাঁ এবং কালু খাঁ।
রাজা ফতে খাঁর মৃত্যুর
পর তাঁর তিনপুত্রের ভিতর (সেরমস্ত খাঁ, ওরমস্ত খাঁ, খেরমস্ত খাঁ) সেরমস্ত খাঁ
রাজত্ব লাভ করেন। এই সময় তিনি সমস্ত পার্বত্য চট্টগ্রামে তাঁর অধিকার পাকা করেন।
ইনি নিঃসন্তান থাকায়, তাঁর ভাই ওরমস্ত খাঁ-এর ছেলে শুকদেব রায়কে পোষ্য পুত্র হিসাবে
গ্রহণ করেন। শুকদেব মোগলদের সাথে সখ্যতা স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। কারণ তিনি
বুঝতে পেরেছিলেন যে, প্রবল মোগল শক্তির বিরুদ্ধাচরণ করে দীর্ঘকাল রাজত্ব অক্ষুণ্ণ
রাখতে পারবেন না। ফলে ১৭১৩ খ্রিষ্টাব্দে চাকমা-মোগলদের ভিতরে শান্তিচুক্তি হয়। এই
চুক্তিতে চাকমা রাজা আংশিকভাবে মোগল-করদ রাজ্যে পরিণত হয়। চাকমা রাজা মোগলদেরকে
বাৎসরিক ১১ মণ কার্পাস তুলা কর হিসেবে প্রদান করতো। এই কারণে মোগলরা চাকমা রাজাকে
পুরস্কৃত করে এবং রায় উপাধি প্রদান করে। এরপর শুকদেব নিজের নামে একটি নগর স্থাপন
করেন। এই নগরীর নাম রাখা হয় সুকবিলাশ বা সুখবিলাস। চাকমা রাজা পরে কার্পাস কর দিতে
অস্বীকার করে। কিন্তু মোগলদের ভয়ে তিনি ১৭২৪ খ্রিষ্টাব্দে আরাকানে চলে যান। তাঁর
প্রশাসন মোগলদেরকে ১৭৩৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত ১১ মণ কার্পাস কর দেন। ১৭৩৭
খ্রিষ্টাব্দে শেরমুস্ত খাঁ কার্পাস করদেয়ার শর্তে কোদালা, শীলক, রাঙ্গুনিয়া অঞ্চলে
জমিদারী লাভ করেন। রাণী কালিন্দির মতে, রাজা শেরমুস্ত খাঁর পর শুকদেব রায়, তারপর
শের দৌলত খাঁ, পরেজানবক্স খাঁ, আর্য্যপুত্র ধরমবক্স খাঁ এবং পরে কালিন্দি রাণী নিজে
ছিলেন চাকমা রাজার দায়িত্বে। ১৭৫৮ খ্রিষ্টাব্দে রাজা শেরমুস্ত খাঁ মৃত্যু বরণ করেন।
১৭৬০ খ্রিস্টাব্দে মোগল সাম্রাজ্যের অধীনে অর্ধ স্বাধীন নবাব মীরকাশীম আলী খান
কর্তৃক ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর নিকট সমর্পিত হওয়ার পূর্ব পর্যন্ত চট্টগ্রাম জেলা
এবং পার্বত্য চট্টগ্রাম মোগলদের দখলে নিরাপদে ছিল।
১৭৫৭ খ্রিষ্টাব্দে পলাশীর যুদ্ধে সিরাজদ্দৌলার পরাজয়ের পর, ইষ্ট ইন্ডিয়া কোম্পানি'র
পৃষ্ঠপোষকতায় মীরজাফর মুর্শিদাবাদের নবাব হন।
এরপর ইংরেজরা
মীরজাফরকে সরিয়ে মীরকাসেমকে
সিংহাসনে বাসায়। মীরকাসেমের সাথে ইংরেজদের সংঘাত উপস্থিত হলে, ইংরেজরা মীরজাফরকে
পুনরায় সিংহাসনে বসায়। বাংলার সিংহাসনের এই টানপোড়নের মধ্যে, ১৭৬১ খ্রিষ্টাব্দের ৫
জানুয়ারিতে Harry Verlest
ইষ্ট ইন্ডিয়ার পক্ষে
চট্টগ্রামের শাসন দায়িত্ব পান। ইংরেজরা এরপর ক্রমাগত চট্টগ্রামে অতিরিক্ত রাজকর
ধার্য করে, যা চাকমা রাজা দিতে অস্বীকার করে। ফলে ইংরেজরা চাকমা রাজার বিরুদ্ধে মোট
চারবার (১৭৭০, ১৭৮০, ১৭৮২ ও ১৭৮৫) আক্রমণ করে। ইংরেজরা প্রথম তিনটি আক্রমণ করেছিল
জলপথে। প্রথম তিনটি যুদ্ধে কোম্পানির সৈন্যরা পরাজিত হয়। ১৭৭৬ খ্রিষ্টাব্দে
রাজা শের দৌলত খাঁ ইংরেজদের কর প্রদান বন্ধ করে দেন। ইতিমধ্যে
সের দৌলৎ খাঁ মৃত্যুবরণ করলে, ১৭৮২ খ্রিষ্টাব্দে তাঁর পুত্র জানবক্স খাঁ
রাজা হন। ১৭৮৫ খ্রিষ্টাব্দে স্থলপথে চতুর্থবার চাকমা রাজ্য আক্রমণ করে। মেজর
এলারকারকে (Ellerkar)
নেতৃত্বে এই যুদ্ধে ইংরেজরা জয়ী হয়। ১৭৮৭ খ্রিষ্টাব্দে চাকমা রাজার
জানবক্সের সাথে ইংরেজদের শান্তি চুক্তি হয়। এই চুক্তি অনুসারে চাকমা রাজা বৎসরে ৫০০
মন তুলা ইরেজদের কর হিসাবে প্রদান করবে বলে অঙ্গীকার করে। জানবক্স খাঁ ১৮০০
খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।পরবর্তীকালে আর কোন রাজা ইংরেজদের বিরুদ্ধাচরণ করেনি।
চাকমা রাজার সাথে ইংরেজেদের সংঘাতের সময়, রোনা খান নামক জনৈক দলপতি ইষ্ট ইন্ডিয়া
কোম্পানির জমিদার কাছ থেকে কর আদায় শুরু করেন। এদের দমন করার জন্য রোনা খান-এর
বিরুদ্ধে কোম্পানি একদল সৈন্য প্রেরণ করে। রোনা খান যোদ্ধা হিসেবে কুকীদের একটা বড়
দলকে সঙ্গে নেন। মূলত কুকীরা ছিল পাহাড়ী অঞ্চলের দুর্ধর্ষ যোদ্ধা। তারা পাহাড়ের
অভ্যন্তরে দূরে বসবাস করতো এবং কোন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতো না। তারা উলঙ্গ
থাকতো। ইষ্ট ইন্ডিয়া কোম্পানী এই বিদ্রোহ দমন করতে গিয়ে, সকল পাহাড়ী লোকদেরকেও
চট্টগ্রামের প্রতিবেশী জেলার হাটবাজারে প্রবেশাধিকার বন্ধ করে দেয়া হয়। ১৭৭৭
খ্রিষ্টাব্দ নভেম্বর মাসে চট্টগ্রামস্থ কোম্পানী প্রধান ২২তম ব্যাটালিয়ানের
কমান্ডিং অফিসার ক্যাপ্টেন (পরে মেজর) এলাকার
(Ellerker)
কে পাঠান। সত্যিকার অর্থে কুকীদেরকে ইংরেজরা জয় করতে পারে নি। তবে ধীরে ধীরে এই
বিদ্রোহ থেমে গিয়েছিল এক সময়।
১৭৮৭ খ্রিষ্টাব্দের ২৪ জুন তারিখে আরাকানী রাজা কর্তৃক চট্টগ্রামের চীফের প্রতি
লেখা একটি চিঠি হতে কিছু চমকপ্রদ ঐতিহাসিক তথ্য জানা যায়। আরাকান হতে পালিয়ে আসা
কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম রাজা উল্লেখ করেছিলেন। এই ক্ষুদ্রনৃগোষ্ঠীর লোকেরা
চট্টগ্রামের পাহাড়ে আশ্রয় নিয়েছিল। এরা সকল রাজাদের দ্বারাই নিগৃহীত হয়েছিল। এই
চিঠিতে এরূপ চারটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম পাওয়া যায়। এরা হলো—
মগ, চাকমা, ম্যারিং বা মুরং এবং লাইস (পাংখু এবং বনযোগী)।
১৮২৯ খ্রিষ্টাব্দে মিঃ হ্যালহেড (Mr.
Halhad) কমিশনার স্বীকৃতি দেন যে,
পাহাড়ী উপজাতিরা বৃটিশ প্রজা নয়, তবে কেবল করদাতা। তিনি স্বীকার করেন যে, তাদের
অভ্যন্তরীণ ব্যবস্থায় বৃটিশদের হস্তক্ষেপ করার অধিকার নেই। তাই একটি শক্তিশালী ও
স্থায়ী সরকারের নিকট প্রতিবেশের সুবাদে উপজাতীয় চীফগণ ধাপে ধাপে বৃটিশ প্রভাবের
অধীনে আসে এবং অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে প্রত্যেক নেতৃস্থানীয় চীফগণ চট্টগ্রাম
কালেক্টরকে সুনির্দিষ্ট কর দিতে অথবা পহাড়ী অধিবাসী ও সমতলের মানুষের মধ্যে মুক্ত
ব্যবসার (Free Trade)
সুযোগ নেয়ার জন্য বার্ষিক উপহার দিত। প্রথম দিকে এর পরিমাণ হ্রাস বৃদ্ধি হয়। পরে
ধীরে ধীরে তা বিশেষ ও নির্দিষ্ট হারে ধার্য হয়। অবশেষে তা কর হিসেবে না হয়ে রাজস্ব
হিসেবেই রাষ্ট্রকে প্রদানের জন্য নির্ধারিত হয়। সরকার তারপরও পার্বত্য অঞ্চলের
অভ্যন্তরীণ অর্থনীতির ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ করতো না। উল্লেখ্য, চাকমা রাজাগণের
মধ্যে খাঁ উপাধির শেষ রাজা ছিলে ধরমবক্স খাঁ। ১৮৩২ খ্রিষ্টাব্দে রাজা ধরমবক্স খাঁর
মৃত্যু হলে রাণী কালিন্দিরাজকার্য পরিচালনার দায়িত্ব হাতে নেন। দেখুন :
চাকমা [জাতি]
ইংরেজরা কুকীদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কাপ্তাই খালের
একটি দুর্গ নির্মাণ করেছিল। ১৮৫৯
খ্রিষ্টাব্দে কুকীরা পার্বত্য এলাকায় হানা দিয়ে ব্যাপক লুটতরাজ করে। এই কারণে ১৮৫৯
খ্রিষ্টাব্দে বিভাগীয় কমিশনার পাহাড়ী কুকীদের প্রতিরোধ করার জন্য একজন সুপারিনটেনডেন্ট নিযুক্ত
করে, চট্টগ্রাম হতে পৃথক করে পার্বত্য অঞ্চলকে একটি রেগুলেশান জেলা করার সুপারিশ করেন।
১৮৬০ খ্রিষ্টাব্দে কুকীরা তিপ্পেরা
(Tipperah)
অঞ্চলে ইংরেজদের উপর আক্রমণ করে। এই আক্রমণে তিপ্পেরা অঞ্চলে ১৮৬ জন ইংরেজ নিহত হয়
এবং ১০০জনকে তারা বন্দী করে।
১৮৬০ খ্রিষ্টাব্দের ২০শে জুন প্রশাসনিক সুবিধার জন্য
রাঙ্গামাটি,
বান্দরবান
এবং খাগড়াছড়ি নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা তৈরির পরিকল্পনা নেওয়া হয়।
১৮৬০ খ্রিষ্টাব্দের
ACT XXII
দ্বারা ঐ বছরের ১লা আগষ্ট তারিখে
এই সিদ্ধান্ত কার্যকর হয়। এই সময় একজন
অফিসারকে পার্বত্য ক্ষুদ্রনৃগোষ্ঠীদের জন্য সুপারিনটেনডেন্ট পদে নিযুক্ত করা হয়। এভাবেই
রেগুলেশান জেলার সিভিল, ক্রিমিনাল এবং রাজস্ব আদালত ও কর্মকর্তাদের অধিক্ষেত্র হতে
পাহাড়ী ও বনাঞ্চলকে আলাদা করা হয়। একজন হিল সুপারন্টেন্ট নিয়োগের প্রাথমিক
উদ্দেশ্য ছিল আক্রমণকারী ক্ষুদ্রনৃগোষ্ঠীদের প্রতিরোধ করা এবং সাধারণ
ক্ষুদ্রনৃগোষ্ঠীর লোকদের রক্ষা করা। তার অধীনস্থ পাহাড়ী এলাকাকে তখন থেকে পার্বত্য চট্টগ্রাম নামে
অভিহিত করা হয়। উল্লেখ্য এর আগে এই অঞ্চলকে কার্পাসমহল বলা হত। এই সময় পার্বত্য চট্টগ্রাম জেলার
সদর দপ্তর চন্দ্রঘোনাতে স্থাপিত হয়। এই ব্যবস্থার পর, পরবর্তী কয়েক বছরের জন্য সীমান্তের শান্তিরক্ষার প্রতি বিশেষ মনোযোগ দেয়া হয়। এ সময়ে রাণী কালিন্দি চাকমা রাজার দায়িত্বে
ছিলেন।
১৮৬১ খ্রিষ্টাব্দেব্দের জানুয়ারী মাসে কুকিদের দমনের জন্য বরকলে একটি সেনা সমাবেশ ঘটানো হয়। লুসাই চীফ রতনপুয়া গ্রামটি বরকলের উত্তর-পূর্বে ১৮ মাইল দূরে অবস্থিত ছিল। ২৭ জানুয়ারী তারিখে ক্যাপ্টেন (পরে মেজর) র্যাবনের নেতৃত্বে হালকা অস্ত্রশস্ত্রসহ ২৩০ জন নির্বাচিত সিপাই ও ৪৫০ জন কুলীর মাধ্যমে খাদ্য দ্রব্যাদি বহন করে বরকল হতে রতনপুয়ার গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ঐ গ্রামে সেসময় প্রবেশ করাই কঠিন ছিল। অবশেষে ঐ সৈন্যদল ৬দিন পর্যন্ত হেঁটে অসংখ্য পাহাড়, নদী ও কাঁটাময় ঝোপ জঙ্গল অতিক্রম করে ১৮৬১ খ্রিষ্টাব্দের ১ ফেব্রুয়ারি তারিখে ঐ গ্রামে পৌঁছে। কুকিরা সমস্ত মূল্যবান সম্পদ সরিয়ে নিয়ে গ্রামে আগুন ধরিয়ে দেয় এবং গ্রাম থেকে সরে গিয়ে ওৎপেতে থেকে সৈন্যদের প্রতি আকস্মিক আক্রমণের পথ বেছে নেয়। আধুনিক যুদ্ধবিদ্যা না জানলেও কুকিরা গেরিলা যুদ্ধের পথ বেছে নিতে সময় নেয় নি। এই সময় ইংরেজ সৈন্যরা কুকিদের ১৫০০ মন চাউল আগুনে পুড়িয়ে দেয়। শেষ পর্যন্ত কুকিদের কোনো বড় ধরনের ক্ষতি করা ছাড়াই ব্রিটিশ সৈন্য বরকলে ফিরে আসে। এরপর ইংরেজরা কুকিদের সাথে সন্ধি করার প্রস্তাব দেয়। ১৮৬১ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে ইংরেজরা রতনপুয়াতে কুকিদের আত্মসমর্পণের প্রস্তাব দেয়। সে প্রস্তাবে কুকিরা সাড়া না দিলেও ১৮৬৩ খ্রিষ্টাব্দ তারা আক্রমণ থেকে বিরত থাকে।।
১৮৬৪ খ্রিষ্টাব্দের ১৫
ও ১৯ জানুয়ারীতে কুকিদের একটি দল সেন্দু অঞ্চলের ২টি গ্রাম আক্রমণ করে ৫ জনকে হত্যা
করে এবং মহিলা ও শিশুসহ ২৩ জনকে ক্রীতদাস হিসেবে নিয়ে যায়। একই বছরে এপ্রিল মাসে
এরা ২৬ জনের একটি বাঙালী কাঠুরিয়া দলকে আক্রমণ করে ৫ জনকে গুলি করে এবং ৯ জনকে আটক
করে। অতঃপর তারা একটি খিয়াংথা গ্রামে আক্রমণ করে এবং ৫৬ জন অধিবাসীর মধ্যে ৬ জনকে
হত্যা করেও ৩০ জনকে বন্দী করে নিয়ে যায়। ১৮৬৫-৬৬ সনে সেন্দুরা পার্বত্য অঞ্চলে তারা
আরো ২টি হামলা করে। প্রথমবারে ৬ জনকে এবং দ্বিতীয়বারের ২০ জনেরও অধিক ব্যক্তিকে
বন্দী করেনিয়ে যায়।
১৮৬৬ খ্রিষ্টাব্দে কুকীদের অনুসরণ করে লুসাই-এর হলং জাতি লুণ্ঠন শুরু করে। এরা
প্রথম আক্রমণ চালায় ৬ই জুলাই। সে সময় তারা বনযোগী ক্ষুদ্রনৃগোষ্ঠীদর গ্রাম লুণ্ঠন
করে। পার্বত্য অঞ্চলের দক্ষিণে উপত্যকায় এদেরকে বলা হতো বোমাং কুকী। এদেরই একটি দল
কর্ণফুলী নদীর শাখা কাপ্তাই খালে ঢুকে পড়ে এবং সেখানে একটি গ্রাম ধ্বংস করে। তারা
৮০ জনকে বন্দী হিসেবে নিয়ে যায় এবং ৪ জনকে হত্যা করে। এই হামলায় মূলত কুকিরাই
ক্ষতিগ্রস্থ হয় বেশি।
১৮৬৭ খ্রিষ্টাব্দের ১২ জানুয়ারীতে হলং জাতি পুনরায় বোমাং অঞ্চলের কিয়াংথা (মগ) গ্রামে হানা দিয়ে ১১ জনকে হত্যা ও ৩৫ জনকে ধরে নিয়ে যায়। এদের সবাই ছিল অন্য ক্ষুদ্রনৃগোষ্ঠীর লোকজন। ১৮৬৭ খ্রিষ্টাব্দে পার্বত্য চট্টগ্রাম জেলার অফিসার ইন চার্জ এর পদবী সুপারিনটেনডেন্ট হতে পরিবর্তন করে জেলা প্রশাসক (Deputy Commissioner) করা হয় এবং সমগ্র পার্বথ্য অঞ্চলের রাজস্ব ও বিচার ব্যবস্থার যাবতীয় বিষয়েতাকে পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা প্রদান করা হয়। একই সময়ে জেলাকে যথোপযুক্ত ভাগকরে মহকুমায় ভিক্ত করা হয় এবং সেগুলোতে অধীনস্থ কর্মকর্তাও নিয়োগ করা হয়। ১৮৬৮ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে জেলা সদর দফতর চন্দ্রঘোনা থেকে রাঙ্গামাটিতে স্থানান্তর করা হয়। ১৮৬৮ খ্রিষ্টাব্দে তেমন কোনো হামলার খবর পাওয়া যায় না।
১৮৬৯ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে সাঙ্গু নদীর উপর চিমা পুলিশ ফাঁড়িতে একটি হামলা হয় এবং ১০ জনের গার্ড পরাজিত হয় ও ফাঁড়িটি ধ্বংস হয়। ৭ জন নিহত হয় এবং সমস্ত গার্ডের মহিলা ও শিশুদের বন্দী হিসেবে নিয়ে যায়। এরা ঠিক হলং না কুকি ছিল তা জানা যায় না। ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ সরকার চিমা পুলিশ ফাঁড়িটি পুনরায় সংস্কার করে। এরপর ওই বছরে আর কোনো আক্রমণ হয় নি।
১৮৭০ খ্রিষ্টাব্দের ১৯শে জুলাই ভোরে, চিমা পুলিশ ফাঁড়ির নিকটবর্তী একটি গ্রামে ৪০/৫০ জনের একটি দল স্থানীয় ক্ষুদ্রনৃগোষ্ঠীর একটি গ্রামে আক্রমণ করে। এই সময় তারা ৪ জন নারী-পুরুষ এবং ৬ শিশুকে আটক করে নিয়ে যায়। এই বছরের ডিসেম্বর মাসে এরা চিমা ও পিন্দুর মাঝামাঝি স্থানে সাঙ্গু নদীর পাড়ে একটি গ্রামে আক্রমণ করে। এতে ২ জন নিহত হয় এবং ১ জনকে বন্দী করে নিয়ে যায়। ১৮৭১ খ্রিষ্টাব্দে কোনো হামলা হয় নি।
১৮৭২ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে একটি সেন্দু নামক একটি দল পিন্দু সীমান্ত পুলিশ ফাঁড়িতে আকস্মিক হামলা চালায়। এই হামলায় সীমান্ত ফাঁড়ি বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হয়। ক্ষুদ্রনৃগোষ্ঠীদের এই ক্রমাগত আক্রমণ প্রতিরোধ করার জন্য ইংরেজরা লুসাই অঞ্চলে একই সাথে ২টি প্রতি আক্রমণ পরিচালিত হয়। একটি কেচার হতে জেনারেল বাউচারের নেতৃত্বে এবং অপরটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চল হতে জেনালের ব্রাউনলো, সি.বি. এর নেতৃত্বে পরিচালিত হয়। এ যুদ্ধাভিযান পাঁচ মাসব্যাপী চলে এবং সম্পূর্ণরূপে সফল হয়। এই সময় বন্দীরা উদ্ধার হয় এবং আক্রমণকারীদের অনেকে আত্মসমর্পণ করে। তারপর তাদেরকে বেআইনী ও অকারণে আক্রমণের জন্য যথেষ্ট পরিমাণ জরিমানা দিতে বাধ্য করা হয়। এরপর অনেকদিন এই অঞ্চল শান্ত ছিল। ১৮৭২ খ্রিষ্টাব্দে ইংরেজেদের লুসাই অভিযানের সময় চাকমা রানি কালিন্দির আদেশে রাজা হরিশচন্দ্র ইংরেজদের সাহায্য করেন। এই কারণে ব্রিটিশ সরকার রাজা হরিশচন্দ্রকে 'রায় বাহাদুর' খেতাব দেন। ১৮৭৩ খ্রিষ্টাব্দে কালিন্দিরানির মৃত্যুর পর হরিশচন্দ্র রাজ্যশাসনের পূর্ণ অধিকার লাভ করেন।
১৮৭৫ খ্রিষ্টাব্দে বর্ষা শুরু হওয়ার সামান্য পূর্বে সেন্দুরা একটি আক্রমণের প্রচেষ্টা নেয়া হয়। কিন্তু সেমসয় ওই গ্রামটি তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল। ফলে তারা ফিরে যেতে বাধ্য হয়।
১৮৮৫ খ্রিষ্টাব্দে হরিশচন্দ্রের প্রথমা স্ত্রীর সৌরিন্ধ্রীর গর্ভজাত পুত্র ভুবনমোহন রায় রাজা হন। তবে তিনি নাবালক থাকায়, তাঁর পক্ষে রাজ্যশাসন করেন রায়সাহেব কৃষ্ণচন্দ্র দেওয়ান। ১৮৯৭ খ্রিষ্টাব্দের ৭মে-তে ভুবনমোহন রায়-কে আনুষ্ঠানিকভাবে রাজপদে অভিষিক্ত করা হয়। ভুবনমোহন রায়ের প্রথম স্ত্রী দয়াময়ী'র গর্ভে নলিনাক্ষ রায় এবং বিরুপাক্ষ রায় নামক দুটি পুত্র সন্তান এবং কন্যা বিজনবালার জন্ম হয়। এই স্ত্রীর মৃত্যুর পর তিনি রমাময়ীকে বিবাহ করেন।
১৮৯১ খ্রিষ্টাব্দে
ইংরেজরা লুসাই পাহাড় দখল করে নেয়। এরপর থেকে পার্বত্য
চট্টগ্রাম জেলার গুরুত্ব অনেকটা হ্রাস পায়। এই সময় রাঙ্গামাটিকে মহকুমায় পরিণত করা হয়। তখন
জেলাটি বিভাগীয় কমিশনারের অধীনস্থ একজন সহকারী কমিশনারের দায়িত্বে দেয়া হয়।
১৮৯৮
খ্রিষ্টাব্দে ইংরেজরা একটি চূড়ান্ত সেনা অভিযান পরিচালনা করে আক্রমণকারীদের দমন
করতে সমর্থ হয়।
১৯০০ খ্রিষ্টাব্দের ১নং রেগুলেশান অনুযায়ী রাঙমাটিকে পুনরায় জেলায় উন্নীত করা হয় এবং
অফিসার-ইন-চার্জ এর পুরাতন পদবী সুপারিনটেনডেন্ট প্রত্যার্পণ করা হয়। জেলার সীমানা
সংশোধন করে, দেমাগিরির ১৫০০ জনের বসতিসহ পূর্বাংশের একটা লম্বা অংশ লুসাই জেলায়
স্থানান্তর করা হয়। জেলাটি একই সময়ে চাকমা, মং ও বোমাং সার্কেলের বিভক্ত করা হয় এবং
স্বস্ব সার্কেল চীফদের কাছে ন্যস্ত করা হয়। সার্কেল চীফকে রাজস্ব আদায়ের এবং নিজ
নিজ এলাকার অভ্যন্তরীণ বিষয়ে নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করা হয়। চাকমা সার্কেলের
অধীনে থাকে জেলার মধ্যবর্তী ও উত্তরাঞ্চল, বোমাং সার্কেলের অধীনে দক্ষিণাংশ এবং মং
সার্কেলের অধীনে থাকে উত্তর-পশ্চিমাংশ। এ সার্কেলগুলো অনুরূপ অংশ নিয়ে ৩টি মহকুমা
রাঙ্গামাটি, বান্দরবান ও রামগড়কে
মহকুমা ঘোষণা করে মহকুমা প্রশাসক নিয়োগ দেয়া হয় এবং
তাদেরকে সার্কেল চীফের কার্যাবলী তদারকী ও লিঁয়াজো করার দায়িত্ব দেয়া হয়।
১৯০০ খ্রিষ্টাব্দের রেগুলেশানটি পার্বত্য চট্টগ্রাম (সংশোধন) রেগুলেশান, ১৯২০ দ্বারা
সংশোধিত হয় এবং সুপারিনটেনডেন্ট পদটি পরিবর্তণ করে জেলা প্রশাসক ও এসিসট্যান্ট
সুপারিনটেনডেন্ট পদটিকে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর করা হয়। দ্বৈত
শাসনের প্রশাসনিক পদ্ধতিতে পার্বত্য চট্টগ্রামকে ‘‘শাসনবহির্ভূত অঞ্চল" হিসাবে
নির্বাহী পরিষদের সহায়তায় গভর্ণরের এক চেটিয়া দায়িত্বে সংরক্ষিত রাখা হয়।
১৯৩৫ খ্রিষ্টাব্দে ভুবনমোহন রায় মৃত্যুবরণ করলে, তাঁর প্রথম পুত্র নলিনাক্ষ রায়
রাজা হন।
১৯৪৭ খ্রিষ্টাব্দে পাক-ভারত বিভাজনের সময় পার্বত্য চট্টগ্রাম জেলাটি তদানীন্তন
পূর্ব-পাকিস্তানের সাথে যুক্ত করা হয়। ১৯৫১
খ্রিষ্টাব্দে রাজা নলিনাক্ষ রায়ের মৃত্যু হলে তাঁর পুত্র ত্রিদিব রায় চাকমা রাজা হন।
১৯৬০ খ্রিষ্টাব্দে কর্ণফুলীতে
নদীতে কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে পার্বত্য রাঙ্গামাটির ভৌগলিক ও আর্থ-সামাজিক
অবস্থায় ব্যাপক পরিবর্তণ আসে। প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, কাপ্তাই বাঁধের কারণে
১,০০,০০০ অধিবাসী ক্ষতিগ্রস্থ হয় এবং পাহাড়ী অধিবাসীদের মধ্যে অসন্তোষের কারণ গুলোর
মধ্যে তা ছিল অন্যতম।
স্বাধীনতা যুদ্ধে রাঙ্গামাটি
রাজা ত্রিদিব রায় তিনি পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। বাংলাদেশের
স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পাকিস্তানের সমর্থন করে সেখানে অবস্থান করেন।
১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫শে মার্চ দিবাগত রাতে,অপারেশন সার্চ লাইট
-এর মধ্য দিয়ে,
পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি নিধনের সূচনা করে। এই সময় রাঙামাটি সদর, বরকল,
ফারুয়া ও শুকুরছড়িতে পাকবাহিনীর সামরিক ঘাঁটি ছিল।
২৭ মার্চ রাঙামাটি স্টেশন ক্লাবের মাঠে মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ট্রেনিং ক্যাম্প
খোলা হয়। ২৯ মার্চ ৬০ জনের ১টি দল যুদ্ধের প্রশিক্ষণ নেওয়ার জন্য ভারতে যায়। ২
এপ্রিল তৎকালীন জেলা প্রশাসক হোসেন তৌহিদ ইমাম রাজকোষ থেকে প্রচুর অর্থ এবং অস্ত্র
মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন। ১০ এপ্রিল প্রথম দল যুদ্ধ প্রশিক্ষণ শেষে ফিরে আসে
এবং পরবর্তীতে তারা বিভিন্ন এলাকায় যুদ্ধের প্রশিক্ষণ দেয়।
৮ এপ্রিল
নানিয়ার চরের বুড়িঘাটে পাকিস্তানি বাহিনীর দ্বিতীয় কমান্ডো ব্যাটালিয়নের কোম্পানি মর্টার,
মেশিনগান ও রাইফেল নিয়ে বুড়িঘাটের মুক্তিবাহিনীর নতুন প্রতিরক্ষা ঘাঁটির বিরুদ্ধে
অভিযান শুরু করেছিল। এই অভিযানে পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধে ল্যান্স নায়েক
মুন্সী আব্দুর রউফ একাই ২টি লঞ্চ ও ১টি স্পীডবোট ডুবিয়ে দেন। পরে তিনি
পাকিস্তানি সৈন্যদের নিক্ষিপ্ত মর্টারের গোলায় নিহত হন।
স্বাধীনতা যুদ্ধের শেষের দিকে
রাজস্থলী
উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে বান্দরবান জেলার সীমান্ত সংলগ্ন
এলাকায় পাকবাহিনীর সাথে মুক্তিবাহিনীর সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ৫ জন মুক্তিযোদ্ধা
শহীদ হন। উল্লেখ্য,
রাজস্থলী
উপজেলা মুক্ত হয়েছিল ১৫ ডিসেম্বর। পক্ষান্তরে ১৪ ডিসেম্বর
রাঙ্গামাটি জেলা সদর শত্রুমুক্ত হয়। উল্লেখ্য, ১৯৭১ খ্রিষ্টাব্দে রাঙ্গামাটি জেলা
১নং সেক্টরের অধীনে ছিল।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশে রাঙ্গামাটি
১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। ১৯৭১ খ্রিষ্টাব্দ থেকে ১৯৭৮ পর্যন্ত রাজা ত্রিদিব
রায়ের জ্যেষ্ঠপুত্র দেবাশীষ রায় অপ্রাপ্ত বয়স্ক থাকায় ত্রিদিব রায়ের কনিষ্ঠ ভ্রাতা
কুমার সমিত রায় রাজকার্য পরিচালনা করেন। ১৯৭৮ খ্রিষ্টাব্দ থেকে দেবাশীষ রায় চাকমা
রাজার দায়িত্ব গ্রহণ করেন।
১৯৭৯ খ্রিষ্টাব্দের ১০ সেপ্টেম্বর তারিখে নতুন মহকুমা
খাগড়াছড়ি, লামা ও কাপ্তাই গঠন করার জন্য পুরাতন মহকুমাগুলোও পুনর্গঠন করা হয়।
১৯৮১ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে বান্দরবান ও লামা মহকুমা নিয়ে নতুন জেলা
বান্দরবান গঠিত হয়। ১৯৮৩ খ্রিষ্টাব্দে জেনালের এরশাদ সরকারের সময়ে সারাদেশে
প্রশাসনিক সংস্কারের প্রক্রিয়ায় খাগড়াছড়ি ও রামগড় মহকুমা নিয়ে খাগড়াছড়ি জেলা সৃষ্টি
করা হয়। ১৯৮৫ খ্রিষ্টাব্দের ২৫ ফেব্রুয়ারি রাঙ্গামাটি পার্বত্য জেলা,
বান্দরবান
পার্বত্য জেলা ও খাগড়াছড়ি পার্বত্যজেলার আলাদা নামকরণ ও সীমানা নির্ধারিত
হয়। বর্তমানে রাঙ্গামাটি জেলার বৃহত্তর অংশ ও খাগড়াছড়ি জেলার কিছু অংশ নিয়ে চাকমা
সার্কেল, খাগড়াছড়ি জেলারবৃহত্তর অংশ নিয়ে মং সার্কেল এবং বান্দরবান
জেলার বৃহত্তর
অংশ রাঙ্গামাটি জেলার কিয়দংশ নিয়ে বোমাং সার্কেল রয়েছে।
১৯৮৯ খ্রিষ্টাব্দে তিন পার্বত্য জেলায় স্থানীয় সরকার
পরিষদ গঠন করে পরিষদ গুলোকে অনেক ক্ষমতা প্রদান করা হয়। স্থানীয় সরকার পরিষদের
চেয়ারম্যান পদটিকে উপমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন করা হয়। ১৯৯৭ খ্রিষ্টাব্দে
শান্তিচুক্তির পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার পরিষদের নামকরণ পরিবর্তিত হয়ে পার্বত্য
জেলা পরিষদ এবং আরও বেশি ক্ষমতা প্রদান করা হয়। চুক্তির পরে তিন পার্বত্য জেলা নিয়ে
একটি আঞ্চলিক পরিষদও গঠিত হয়। আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান প্রতিমন্ত্রীর পদমর্যাদা
সম্পন্ন। আঞ্চলিক পরিষদের সদর দপ্তর রাঙ্গামাটি শহরে অবস্থিত। সুতরাং রাঙ্গামাটি
পার্বত্য জেলায় এক জটিল ও বিশেষ ধরণের প্রশাসনিক কাঠামো কার্যকর।
সূত্র :
http://www.bandarban.gov.bd/
http://www.banglapedia.org/HTB/103465.htm
http://chittagong.com/rangamati-sadar-upazila/