সীতাকুণ্ড,
পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ, ফটিকছড়ি, হাটহাজারী, বোয়ালখালী, নাজিরহাট, দোহাজারী।
সংসদীয় নির্বাচনীয় এলাকা: ১৬টি
ইউনিয়ন সংখ্যা: ১৯০টি
গ্রাম: ১২৬৭টি
মৌজা: ৮৯০টি
মোট জনসংখ্যা: ২০১১ খ্রিষ্টাব্দের হিসাব অনুসারে ৭৯,১৩,৩৬৫ জন। পুরুষ ৩৯,৮৮,৫৫৩ জন (৫০.৪%), মহিলা ৩৯,২৪,৮১২ জন
(৪৯.৬%)
চট্টগ্রাম মহানগরী জনসংখ্যা: ৩২,০২,০০০ জন
শিক্ষা:
- শিক্ষিতের হার ৫৮.৯%
পুরুষ ৬১.১%
মহিলা ৫৬.৭%
- শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারী প্রাথমিক বিদ্যালয়
১৬৩৪
- বেসরকারী প্রাথমিক বিদ্যালয়
৮৪৭
- মাদ্রাসা
২৯৯টি
- সরকারি মাধ্যমিক বিদ্যালয়
৫৮টি
- বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়
৫৩২টি
- বেসরকারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
৩২টি
- স্কুল এন্ড কলেজ (স্কুল সেকশন)
মোট ১৯টি
- সরকারি কলেজ ৯টি
- বেসরকারি কলেজ ৮২টি
- সরকারি উচ্চ মাধ্যমিক কলেজ ১টি
- বেসরকারি উচ্চ মাধ্যমিক কলেজ ২৬টি
- সরকারী মাস্টার্স কলেজ ১টি
- পাবলিক বিশ্ববিদ্যালয়
৩টি
- বেসরকারি বিশ্ববিদ্যালয়
৬টি
- মেডিকেল কলেজ ২টি
- আইন কলেজ ২ট
- কারিগরি শিক্ষা প্রতিষ্ঠা ৪টি
- শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র ২টি
- মেরিন একাডেমী
১টি
- মিলিটারী একাডেমী
১টি
- নেভাল একাডেমী ১টি
- মেরিন ফিসারীজ একাডেমী
১টি
- পাবলিক লাইব্রেরী ৮টি
নদ-নদী: চট্টগ্রাম জেলার প্রধান নদীর মধ্যে কর্ণফুলি, হালদা, সাঙ্গু এবং মুহুরী
উল্লেখযোগ্য।
যোগাযোগ:
আকাশপথ:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এ জেলায় আকাশপথে যোগাযোগের
মাধ্যম। ঢাকাসহ দেশ ও বিদেশের বিভিন্ন শহর থেকে বাংলাদেশ বিমান, জি এম জি,
ইউনাইটেড এয়ার, ওমান এয়ার সহ আরও অনেক অপারেটর ফ্লাইট পরিচালনা করে থাকে।
সড়কপথ: ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহর থেকে সকল ধরনের যানবাহন চলাচল
করে।
রেলপথ: বাংলাদেশের মূল রেলপথের সাথে যুক্ত। ফলে চট্টগ্রামে সাথে
দেশের সকল
রেলস্টশন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত।
দর্শনীয় স্থান: পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়’স লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা, হযরত শাহ আমানত (র:) এর মাজার, হযরত বায়েজীদ বোস্তামী (র:) এর দরগাহ, জাতিতাত্ত্বিক যাদুঘর, ওয়ার সিমেট্রি, ডিসি হিল, বাটালি হিল, কোর্ট বিল্ডিং (জেলা প্রশাসকের কার্যালয়), চন্দ্রনাথ পাহাড় (সীতাকুন্ড), বাঁশখালী ইকোপার্ক, পারকি সমুদ্র সৈকত (আনোয়ারা)।
সূত্র :
http://www.banglapedia.org/HTB/101486.htm
http://www.chittagong.gov.bd/