বাঘাইছড়ি
চট্টগ্রাম [বাংলাদেশ] বিভাগের রাঙ্গামাটি জেলার অন্তর্গত একটি উপজেলা। এক সময় এই এলাকার গভীর অরণ্যে বাঘের উপদ্রব ছিল। এই কারণে এর নামকরণ হয়েছিল বাঘাইছড়ি।

ভৌগোলিক অবস্থান: ২৩°০৪'- ২৩°৪৪' উত্তর অক্ষাংশ ৯২°০৫'-৯২°২৪' পূর্ব দ্রাঘিমাংশ।
রাঙ্গামাটি  জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ১৪৬ কিলোমিটার। এই উপজেলার দক্ষিণে বরকল উপজেলা ও লংগদু উপজেলা, পশ্চিমে লংগদু উপজেলা ও খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা, উত্তরে ভারত-এর ত্রিপুরা প্রদেশ এবং পূর্বে ভারতের মিজোরাম প্রদেশ অবস্থিত।

আয়তন: ১৯৩১.২৮ বর্গকিলোমিটার।

নদনদী ও খাল বিল: এই উপজেলার ভিতর দিয়ে কাচালং নদী প্রবাহিত হয়েছে। এছাড়া রয়েছে এছাড়া রয়েছে শিজক খাল, গঙ্গারাম খাল এবং মাচালং খাল। এ উপজেলার দক্ষিণাংশে রয়েছে
কাপ্তাই হ্রদ

জনসংখ্যা ও জাতি সত্তা: ২০১১ খ্রিষ্টাব্দের পরিসংখ্যান অনুযায়ী বাঘাইছড়ি উপজেলার জনসংখ্যা ৯৪,৩৮০ জন। এর মধ্যে পুরুষ ৪৮,২৯৭ জন এবং মহিলা ৪৬,০৮৩ জন। মোট জনসংখ্যার ২৩.৩২% মুসলিম, ৫.৫০% হিন্দু, ৬৯.৬৯% বৌদ্ধ এবং ১.৪৯% খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে। এ উপজেলায় প্রধানত বাঙালি ও চাকমা সম্প্রদায়ের লোকজন বসবাস করে।

যোগাযোগ:
এই উপজেলার সাথে প্রধান যোগাযোগের পথ খাগড়াছড়ি-বাঘাইছড়ি সড়ক।  এছাড়া রাঙ্গামাটি জেলা সদর থেকে এ উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ।
 
প্রশাসন: ১৯৬৫ খ্রিষ্টাব্দে বাঘাইছড়িতে থানা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ খ্রিষ্টাব্দে বাঘাইছড়ি উপজেলা তৈরি হয়। বর্তমানে এই উপজেলাটিতে ৭টি ইউনিয়ন রয়েছে। এগুলো হলো- সারোয়াতলী, খেদারমারা,
বাঘাইছড়ি সদর, মারিশ্যা, রূপকারী, বঙ্গলতলী ও আমতলী এছাড়া বাঘাইছড়ি থানায় রয়েছে বাঘাইছড়ি পৌরসভা এবং সাজেক থানার অধীনে রয়েছে ১টি ইউনিয়ন।

ধর্মীয় প্রতিষ্ঠান:  মসজিদ ৩৬, মন্দির ৭, গির্জা ১০, প্যাগোডা ১৫, বৌদ্ধ বিহার ৮৪, পালি টোল ৩। এছাড়া রয়েছে আর্য্যাপুর বৌদ্ধ বিহার।

কৃষি: প্রধান কৃষি ফসল ধান, আলু, তুলা, আদা, হলুদ, মরিচ, শাকসবজি, গম, সরিষা।
ফল: আম, কাঁঠাল, কলা, লিচু, জাম, পেয়ারা, আনারস, পেঁপে।

নির্বাচনী আসন: ২৯৯ পার্বত্য রাঙামাটি।
দর্শনীয় স্থান:

তথ্যসূত্রঃ