 মুপ্পোছড়া ঝর্না
মুপ্পোছড়া ঝর্না
চট্টগ্রাম [বাংলাদেশ]
বিভাগের 
রাঙ্গামাটি
জেলার অন্তর্গত বিলাইছড়ি 
উপজেলার বাঙ্গালকাটায় অবস্থিত একটি ঝর্না। 
এই ঝর্না দেখার জন্য প্রথমে কাপ্তাই থেকে নৌযানে বাঙ্গালকাটা বিলাইছড়ি 
যেতে হয়ে। এরপর  বিলাইছড়ি 
হাসপাতাল ঘাট থেকে বাঙ্গালকাটা নৌযানে যেতে হয়। বাঙ্গালকাটা থেকে মুপ্পোছড়া ঝর্না 
যাওয়ার জন্য সড়ক বা নৌযোগাযোগ নেই। তাই পাহাড়ি পথে এই যাত্রায় পায়ে হেঁটে যেতে হয়। 
অবশ্য এই পথে যাওয়ার সময়, প্রায় ৫/৬ টা ছোট ছোট ঝর্না পাওয়া যায়।
এই ঝর্নার পানি উঁচু থেকে একটি ধারায় নিচে পতিত হয় নি। এর পানি অনেক জায়গা নিয়ে 
বিস্তৃতভাবে পাহাড়ের ধাপে ধাপে  নেমে এসেছে।