ন-কাবা ছড়া ঝর্না
চট্টগ্রাম [বাংলাদেশ]
বিভাগের
রাঙ্গামাটি
জেলার অন্তর্গত বিলাইছড়ি
উপজেলায় অবস্থিত একটি ঝর্না।
পাহাড়ের
উপর থেকে, পাহাড়ের গা বেয়ে দুটি ধাপে এর জল প্রবাহিত হয়েছে। প্রথম ধাপে ঝর্না জল
জলপ্রপাতের মতো ঝরে পড়েছে একটি ধাপে। এরপর ক্রমশ ঢালু পথ পেড়িয়ে এসে জলধারা দ্বিতীয়
ধাপে এসে পৌঁছেছে। এই ধাপের ঢালু ধাপের উপর দিয়ে নিচের দিকে নেমে এসে দ্বিতীয় ধারার
ঝর্না সৃষ্টি করেছে।
এই ঝর্না ধারার চেয়ে অধিকতর মনোরম দৃশ্য হলো এর চারপাশের পাহাড়ি আরণ্যক পরিবেশ।
এছাড় এই ঝর্না দেখতে আসার পাথের প্রাকৃতিক পরিবেশের নান্দনিক অনুভূতিটা বাড়তি পাওনা
হিসেবে পর্যটকদের অভিভুত করে।
বিলাইছড়ি
সদরের লঞ্চঘাট, নতুবা নলছড়ি থেকে ইঞ্চিন বোটে করে
বিলাইছড়ি ডেবার মাথায় এসে, সেখান থেকে পাহাড়ি পথ ধরে হেঁটে ন কাবা ছড়া ঝর্ণায় যেতে হয়।