সাকা হাফং বাংলাদেশের সর্বোচ্চ
পর্বত চূড়া। এর গড় উচ্চতা ৩৪৭৫ ফুট।
বাংলাদেশের
চট্টগ্রাম
বিভাগের
বান্দরবান
জেলার অন্তর্গত
থানচি উপজেলায় এই শৃঙ্গটি অবস্থিত।
ভৌগোলিক অবস্থান
২১°৪৭'১৯'' উত্তর দ্রাঘিমাংশ ৯২°৩৬'৩১''
পূর্ব অক্ষাংশ।
স্থানীয় ত্রিপুরা নৃগোষ্ঠীদের কাছে এই পাহাড়ের নাম সাফা হাফং অর্থ পূবের পাহাড়।
বমদের ভাষায় এর নাম তল্যাং ময়। এই ভাষায় তল্যাং অর্থ চূড়া এর ময় অর্থ সুন্দর। ১৯৩৫
খ্রিষ্টাব্দের জরিপে এই চূড়ার নাম রাখা হয়েছিল মদক তোয়াং। সিআইএ-এর প্রতিবেদনে এই
নামটি পাওয়া যায়। তবে স্থানীয় অধিবাসীরা মদক তোয়াং ব্যবহার করে না।
২০০৬ খ্রিষ্টাব্দে সর্বপ্রথম এই শৃঙ্গে আরোহণ করেন ইংরেজ পর্বতারোহী জিং ফুলেন
(Ginge Fullen)। তিনি বাকলাই পাড়ার
স্কুল শিক্ষক লালময় বমকে সাথে নিয়ে পাহাড়ের শীর্ষে উঠেন। এই সময় তিনি জিপিএস পরিমাপ
অনুসরণে উল্লেখ করেছিলেন ১০৬৪ মিটার (৩৪৯১ ফুট)। ২০০৭ খ্রিষ্টাব্দে বাংলাদেশী
অভিযাত্রীদল এই পর্বতের শীর্ষে উঠেন। এই দলের মতে পাহাড়ের শীর্ষদেশের বিভিন্ন
বিন্দুতে এর উচ্চতা পাওয়া গেছে ৩৪৯০ থেকে ৩৪৬০ ফুটের ভিতরে। এই বিচারে এর গড় উচ্চতা
ধরা হয়ে থেকে ৩৪৭৫ ফুট।