 সাকাশ্বর 
স্তম্ভ
সাকাশ্বর 
স্তম্ভ
 
বাংলাদেশের 
ঢাকা বিভাগের 
অন্তর্গত
গাজীপুর
জেলার অন্তর্গত কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর গ্রামের মাধব মন্দিরে স্থাপিত একটি 
স্তম্ভ। 
সম্রাট অশোক তাঁর রাজত্বকালে (২৭৩-২৩২ খ্রিষ্টপূর্বাব্দ), ভারতের বিভিন্ন অঞ্চলে 
প্রায় ৮৪ হাজার স্তম্ভ স্থাপন করেছিলেন। ধারণা করা হয়, এরই একটি ছিল এই স্তম্ভ। 
গ্রামের নামানুসারে এটি সাকাশ্বর স্তম্ভ নামে পরিচিত। কালো রঙের এই স্তম্ভের উচ্চতা 
প্রায় চার ফুট। বর্তমানে এটি রয়েছে একটি টিনের চারচালা ঘরের বারান্দায়। লোহার গ্রিল 
দিয়ে স্তম্ভটিকে রক্ষার ব্যবস্থা করা হয়েছে। স্তম্ভটি সিমেন্টের পাকা মেঝের উপর একটু 
হেলানো অবস্থায় রয়েছে।
এই স্তম্ভটিকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছে সিদ্ধি মাধব নামে পরিচিত। এবং এই 
নামে পূজা করা হয়। তাই এর রক্ষণাবেক্ষণে করে থাকেন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা। 
এই স্তম্ভের গায়ে যে অশোকস্তম্ভের খোদাইকৃত ছাপ রয়েছে। ফলে অশোকস্তম্ভের মাত্র তিনটি 
সিংহমূর্তি দেখা যায়।
এই স্থানীয় মানুষের কাছে এটি ঐশ্বরিক ক্ষমতাসম্পন্ন স্তম্ভ। এই স্তম্ভের কাছ মানত 
করলে, ফল লাভ করা যায়, এমন প্রবাদ রয়েছে।