অর্পণগাছিয়া
বাংলাদেশের খুলনা বিভাগের অন্তরগত সুন্দরবনের একটি নদী।

সাতক্ষীরা জেলার মধ্য দিয়ে প্রবাহিত বেতনা নামক নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে

সুন্দরবন অর্পণগাছিয়া নামধারণ করেছে। পরে এই নদীটির সাথে মালঞ্চ নদীর সাথে মিলিত হয়ে সুন্দরবনের নিম্নাংশে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

নদীটি মোহনার কাছে নাব্য এবং মালঞ্চ নামে বঙ্গোপসাগরে পড়েছে। এর মোহনায় পাটনি দ্বীপ অবস্থিত। উত্তরে বেতনা নদীর সংঙ্গে সংযুক্ত থাকায় অর্পণগাছিয়া-মালঞ্চ অনেকটা গভীর ও নাব্য এবং সারাবছরই জোয়ার-ভাটা দ্বারা নদী ও পার্শ্ববর্তী জনবসতিগুলো প্রভাবিত হয়। নদীটির দৈর্ঘ্য ৬৬ কিলোমিটার, গড় প্রস্থ ১৪৩২ মিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা ‘পাউবো’ কর্তৃক অর্পণগাছিয়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৬।


সূত্র :