খুলনা বিভাগ
বাংলাদেশের একটি বিভাগের নাম। এর সদর দফতর খুলনা শহর।

ভৌগোলিক স্থানাঙ্ক: অবস্থান ২১৪০' উত্তর অক্ষাংশ হতে ২৪১২ উত্তর অংশে এবং ৮৮০৩৪' পূর্ব দ্রাঘিমা হতে ৮৯০৫৭' পূর্ব দ্রাঘিমায়।

ভৌগোলিক অবস্থান: এর উত্তরে রাজশাহী ও ঢাকা বিভাগ, পূর্বে চট্টগ্রাম বিভাগ, দক্ষিণে বরিশাল বিভাগ ও বঙ্গোপসাগর, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ

আয়তন: ২২২৮৫ বর্গকিলোমিটার।

প্রশাসনিক বিভাজন এই বিভাগটি মোট ১০টি জেলা নিয়ে গঠিত। এগুলো হলো- কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল,
বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, যশোর ও সাতক্ষীরা

১৯৪৭ খ্রিষ্টাব্দে পাক-ভারত বিভাজনের সময়, তৎকালীন পূর্ব পাকিস্তানে ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী গঠিত হয়েছিল। সে সময় বর্তমান খুলনা বিভাগ ছিল রাজশাহী বিভাগের অন্তর্গত এবং বরিশাল বিভাগ ছিল ঢাকা বিভাগের অন্তর্গত। ১৯৬০ খ্রিষ্টাব্দে প্রশাসনিক সুবিধার জন্য, তৎকালীন রাজশাহী বিভাগের কুষ্টিয়া, যশোর ও খুলনা এবং ঢাকা বিভাগের বাখেরগঞ্জ নিয়ে খুলনা বিভাগ তৈরি হয়েছিল।  

১৯৯৩ খ্রিষ্টাব্দে খুলনা বিভাগের ছয়টি জেলা (বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি) নিয়ে বরিশাল বিভাগ তৈরি করা হয়। বর্তমানে এই বিভাগের জেলাগুলো হলো- কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, যশোর ও সাতক্ষীরা।


সূত্র :
http://www.banglapedia.org
http://www.khulnadiv.gov.bd