ইউরোপের
দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রাচীন
সংস্কৃতি।
আনুমানিক ৬২০০ থেকে ৪৫০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে নব্য
প্রস্তরযুগে এই সংস্কৃতির বিকাশ ঘটেছিল। এই সংস্কৃতির মানুষের আদি বাসস্থান ছিল,
বর্তমান
তুরস্কের
আনাতোলিয়া অঞ্চলে।
এরা ছিল নব্য প্রস্তরযুগের আদি কৃষিজীবী। ৬২০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এরা আনাতোলিয়া
থেকে গ্রিসের মধ্যাঞ্চলে প্রবেশ করেছিল। বর্তমানে এই অঞ্চলটি
সার্বিয়ার অন্তর্গত অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। প্রায় একই সময়ে (আনুমানিক
৫৮০০-৫৩০০ খ্রিষ্টাব্দে) ইউরোপের মধ্যাঞ্চলে আনাতোলিয়া
থেকে অপর একদল মানুষ ইউরোপের মধ্যাঞ্চলে প্রবেশ করেছিল। এরা
বর্তমান হাঙ্গেরির পূর্বাঞ্চল এবং রোমানিয়ার পশ্চিমাঞ্চলে বসতি গড়ে তুলেছিল। এই
অঞ্চলের কোরোস নদীর নামানুসারে এর সংস্কৃতির নাম দেওয়া হয়েছে কোরোস সংস্কৃতি।
স্টার্সেভো সংস্কৃতির কেন্দ্রীয় অঞ্চল হিসেবে ধরা হয় সার্বিয়ার দানিয়ুব নদীর
উত্তর পাড়ে অবস্থিত স্টার্সেভো নামক একটি প্রাচীন গ্রামকে। তবে এর বিস্তৃতি ঘটেছিল
বর্তমান সার্বিয়ার পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তী্ণ অঞ্চলে। এছাড়া উপকূলীয় অঞ্চল
ব্যতীত সমগ্র মোন্টেনেগ্রো, আলবেনিয়ার পূ্বাঞ্চলে অবস্থিত কোসোভো
বসনিয়া-হার্জেগিভিনার পূর্বাঞ্চল বুলগেরিয়ার পশ্চিমাঞ্চল, ক্রোয়েশিয়ার পূর্বাঞ্চল,
হাঙ্গেরি, উত্তর মেসোডোনিয়া এবং রোমানিয়ায়।
এরা মাটির তৈরি চিত্রিত পাত্র নির্মাণ করতে পারতো। এছাড়া কৃষিকাজে ব্যবহৃত
যন্ত্রাপতি নির্মাণ করেছিল। এরা
সূত্র :
ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ। সুনীতিকুমার চট্টোপাধ্যায়
বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত। ডঃ মুহম্মদ শহীদুল্লাহ।
সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা। ডঃ রামেশ্বর শ।
http://en.wikipedia.org/wiki/Indo-European_languages
http://www.ethnologue.com/subgroups/indo-european