ফিনল্যান্ডের পতাকা

ফিনল্যান্ড
ইংরেজি  finland

উত্তর
ইউরোপের  একটি স্বাধীন রাষ্ট্র। এর রাজধানীর  নাম হেল্‌সিঙ্কি।

ভৌগোলিক অবস্থান: ৬৪° উত্তর ° পূর্ব।  এর উত্তরে নরওয়ে, পূর্বে রাশিয়া, দক্ষিণে ফিনল্যান্ড উপসাগর এবং পশ্চিমে সুইডেন।

আয়তন: ৩,৩৮,৪২৪ বর্গকিমি (১,৩০,৬৬৬ বর্গমাইল)।
 
জনসংখ্যা: ২০১৭ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব ৫৫,১৩, ০০০।

ভাষা: রাষ্ট্রীয় ভাষা, ফিনিশ, সুইডিশ।
ধর্ম:
খ্রিষ্টান।
মুদ্রা: ইউরো।

ভৌগোলিক ক্রমবিকাশ:
প্রিক্যাম্ব্রিয়ান মহাকালের গঠিত শিলামণ্ডল দিয়ে এই বাল্টিক ঢাল-ভূখণ্ড সৃষ্টি হয়েছিল। বর্তমান
ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল এই ঢাল খণ্ডের উপর গড়ে উঠেছিল। এর ভিতরে ছিল বর্তমান সুইডেননরওয়ে ও ফিনল্যান্ড। প্রাথমিকভাবে বাল্টিক ঢাল-ভূখণ্ড প্রকাশ ঘটেছিল পূর্ব ইউরোপীয় ক্র্যাটনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বর্ধিত অংশ রূপে। এই ঢাল-ভূখণ্ডের প্রাথমিক গঠন-পর্ব শেষ হয়েছিল ৩৪০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে। মূলত এই সময় থেকে এর সুস্থির দশায় পৌঁছানোর পর্ব শুরু হয়। ৩১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে বাল্টিক ঢাল-ভূখণ্ড কোলা সাগরের নিচে ডুবে যায়। ২৪৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই ঢাল খণ্ড বিষুব রেখা বরাবর চলে আসে।