বোলপুর

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান বিভাগের বীরভূম জেলার মহকুমা শহর ও পৌরসভা এলাকা। শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হলো – ২৩.৬৭ ডিগ্রি উত্তর ৮৭.৭২ ডিগ্রি পূর্ব। কোলকাতা শহর থেকে এর দূরত্ব ১৪৫ কিলোমিটার উত্তরে।

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত। এটি শান্তিনিকেতন এবং শ্রীনিকেতনের নিকটবর্তী, পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও শিক্ষা কেন্দ্রগুলির মধ্যে একটি।

সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৫৮ মিটার (১৯০ ফুট)। এপ্রিল জুলাই মাসে এখান তাপমাত্রা ৪০ সেলসিয়াসে পৌঁছে।

ভারতের ২০০১ খ্রিষ্টাব্দের আদম শুমারি অনুসারে বোলপুর শহরের জনসংখ্যা হল ৬৫,৬৫৯ জন। এর মধ্যে পুরুষ ৫১%, এবং নারী ৪৯%। এখানে সাক্ষরতার হার ৭৩%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৯%, এবং নারীদের মধ্যে এই হার ৬৬%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে বোলপুর এর সাক্ষরতার হার বেশি।