গোমুখ
তিব্বত সীমান্তের নিকটবর্তী, ভারতের উত্তরাখণ্ড প্রদেশের উত্তরাখণ্ড জেলার শিবলিঙ্গ শৃঙ্গের পাদদেশে অবস্থিতি একটি প্রসিদ্ধ গঙ্গোত্রি হিমবাহের জল নিঃসরণের পথ। ২০১৩ খ্রিষ্টাব্দে উত্তরাখণ্ডে প্রচণ্ড প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গোমুখের সামনের দিকের একটা বড় অংশ ভেঙে গেছে।

উচ্চতা: সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩২০০ ফুট
ভৌগোলিক স্থানাঙ্ক:
৩০.৯২৬৭৮° উত্তর ৭৯.০৮০৭৯°

এই হিমবাহের দক্ষিণাংশের নিচু অঞ্চল থেকে একটি জলধারা প্রবাহিত হয়েছে। এই জলধারাটি ভাগীরথী নদীর উৎস এবং গঙ্গা নদীর আদি জল-উৎস হিসেবে বিবেচনা করা হয়। এই উৎসস্থলটির আকার গোরুর মুখের মতো, তাই একে গোমুখ বলা হয়। এই উৎস হতে বর্তমান গোমুখ শহর প্রায় ১৯ কিলোমিটার দূরে।

গোমুখ হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থক্ষেত্র। এর বরফগলা জলে স্নানে দেহ ও চিত্ত পরিশুদ্ধ হয়, এই ধারণা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বহু মানুষ এই স্থানে পবিত্র স্নানে অংশগ্রহণ করে থাকেন।