গঙ্গোত্রী হিমবাহ
তিব্বত সীমান্তের নিকটবর্তী,
ভারতের উত্তরাখণ্ড
প্রদেশের উত্তরাখণ্ড জেলার শিবলিঙ্গ শৃঙ্গের পাদদেশে অবস্থিতি একটি প্রসিদ্ধ হিমবাহ।
আয়তন: প্রায় ২৭ ঘনকিলোমিটার। এর দৈর্ঘ্য প্রায় ৩০ কিলোমিটার এবং প্রস্থ ২ থেকে ৪
কিলোমিটার।
ভৌগোলিক স্থানাঙ্ক: ৩০.৫০° উত্তর ৭৯.১০°
এই হিমবাহের দক্ষিণাংশের নিচু অঞ্চল থেকে একটি জলধারা প্রবাহিত হয়েছে। এই জলধারাটি
ভাগীরথী নদীর উৎস।
হিন্দু পৌরাণিক কাহিনির সূত্রে
ভাগীরথীকে
গঙ্গা নদীর আদি জল-উৎস হিসেবেও বিবেচনা করা হয়।
কিন্তু ভূতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়,
অলকানন্দা নদী
এর প্রধান জল-উৎস।
ভাগীরথীর উৎসস্থলটির
আকার গোরুর মুখের মতো, তাই একে গোমুখ বলা হয়। এই উৎস হতে বর্তমান গোমুখ শহর প্রায়
১৯ কিলোমিটার দূরে।
গোমুখ হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থক্ষেত্র। এর বরফগলা জলে স্নানে দেহ ও চিত্ত
পরিশুদ্ধ হয়, এই ধারণা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বহু মানুষ এই স্থানে পবিত্র স্নানে
অংশগ্রহণ করে থাকেন। গোমুখের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩২০০ ফুট।